নিউ টাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল বাংলাদেশি সাংসদের দেহাংশ

কলকাতা লাগোয়া নিউ টাউনের আবাসন থেকেই উদ্ধার হল খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারউল আজিমের মাংস। মঙ্গলবার ওই আবাসনের একটি সেপটিক ট্যাঙ্ক থেকে আনোয়ারউলের প্রায় ৪ কেজি মাংস উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকাজে নিযুক্ত এক ব্যক্তির ঘনিষ্ঠ। এই প্রথম আনোয়ারউল আজিমের দেহাংশ উদ্ধার হল। তবে এব্যাপারে তদন্তকারীদের তরফে কোনও নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন: এবার রাজপথে ‘মৃত্যুঘণ্টা’ বাজালেন মমতা, নেপথ্যে সেই পরেশ পাল, BJP-র প্রশ্ন কার?

পড়তে থাকুন: সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ৮ সপ্তাহ সময় দিল হাইকোর্ট

মঙ্গলবার কলকাতা সফররত ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুন রশিদের অনুরোধে নিউ টাউনের সঞ্জীব গার্ডেনের যে ফ্ল্যাটে গত ১৩ মে আনোয়ারউল খুন হয়েছিলেন তার সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালায় সিআইডি। ভাঙা হয় ওই আবাসনের শৌচাগারের মল নিষ্কাশন পাইপ। বিকেলে ওই আবাসনের এক কর্মী জানান, তিনি ওই আবাসনে সাফাইকর্মীর কাজ করেন। তাঁর এক আত্মীয় এদিন সেপটিক ট্যাঙ্ক তল্লাশির দায়িত্বে ছিলেন। তিনি সেপটিক ট্যাঙ্ক থেকে ৪ কেজি মাংস উদ্ধার করেছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: শাহজাহানের বিরুদ্ধে আজ চার্জশিট জমা পড়ল আদালতে, দুর্নীতির অভিযোগ ইডির

সেপটিক ট্যাঙ্ক থেকে আনোয়ারউল আজিম আনারের দেহাংশ উদ্ধারে মনে করা হচ্ছে, প্রথমে দেহ ছোট ছোট করে কেটে শৌচাগারে ফ্ল্যাশ করে দেওয়ার পরিকল্পনা ছিল খুনিদের। কিন্তু কোনও কারণে সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় দেহাংশ ট্রলি ব্যাগে ভরে তা বিভিন্ন জায়গায় ফেলতে বাধ্য হয় দুষ্কৃতীরা।