ইউক্রেনকে ৩০টি এফ-১৬ যুদ্ধবিমানসহ শত কোটি ইউরো দেবে বেলজিয়াম

ইউক্রেনকে একটি দীর্ঘমেয়াদে কোটি ডলারের সামরিক সহায়তা দিতে যাচ্ছে বেলজিয়াম। মঙ্গলবার (২৮ মে) এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশ দুটি। এই চুক্তির আওতায় অন্যান্য সামরিক সরঞ্জামের সঙ্গে ইউক্রেনকে ৩০টি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। 

ব্রাসেলসে একটি বৈঠকে একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রু।

সামাজিক যোগাযোগমাধ্যমের করা একটি পোস্টে জেলেনস্কি বলেছেন, ‘চুক্তিটিতে ইউক্রেনকে চলতি বছর ৯৭ কোটি ৭০ লাখ ইউরো সামরিক সহায়তা দেবে বেলজিয়াম। একইসঙ্গে এই চুক্তির আওতায় ইউক্রেনকে দশ বছর মেয়াদ পর্যন্ত  সহযোগিতা করবে দেশটি।