Naveen Patnaik: ‘মঞ্চেই হাত কাঁপছিল নবীনের, পান্ডিয়ান সরিয়ে নেওয়ায়’ আক্রমণ BJP-র, পালটা CM-র

সম্প্রতি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং প্রাক্তন আমলা ভিকে পান্ডিয়ানের একটি ভিডিয়ো (সত্যাতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সামনে এসেছে। যেখানে একটি জনসভায় বক্তৃতা রাখার সময় ওড়িশার মুখ্যমন্ত্রীর হাত আচমকা কাঁপতে দেখা যায়। আর সেই হাত সরিয়ে নেন পান্ডিয়ান। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা থেকে শুরু করে বিজেপির অন্যান্য নেতারা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ব্যাপকভাবে শেয়ার করেছেন। যা ভাইরাল হচ্ছে। বিধানসভা এবং লোকসভা নির্বাচনের আবহে এই ভিডিয়ো সামনে আসতেই ব্যাপক অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী। আর এ নিয়ে পান্ডিয়ানকেও একের পর এক নিশানা করেছেন বিজেপি নেতারা। অভিযোগ, পান্ডিয়ান মুখ্যমন্ত্রীকে নিয়ন্ত্রণ করছেন। এই অভিযোগ সামনে আসতেই পালটা বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ‘ওড়িশার উন্নয়নের জন্য…’, নবীনের সঙ্গে জোট না হওয়া প্রসঙ্গে যা বললেন মোদী

কী রয়েছে ভিডিয়োতে?

বিজেপি নেতারা যে ভিডিয়ো (সত্যাতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, নবীন পট্টনায়ক জনসভায় বক্তব্য রাখছেন। আর তার পাশে মাইক ধরে দাঁড়িয়ে আছেন পান্ডিয়ান। সেই সময় আচমকা নবীন পট্টনায়কের বাঁ হাত কাঁপতে শুরু করে। তা দেখার পরে পান্ডিয়ান সঙ্গে সঙ্গে নবীন পট্টনায়কের হাত ধরে ডায়াসের ভিতরে ঘুরিয়ে দেন, যাতে কেউ দেখতে না পারে।

এই ভিডিয়ো শেয়ার করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অভিযোগ করেছেন, ‘ওড়িশার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা ভালো না। পান্ডিয়ান সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীকে নিয়ন্ত্রণ করছেন।’ তাঁর অভিযোগ, কীভাবে একজন মুখ্যমন্ত্রীর হাত এভাবে ধরতে পারে? এখন মুখ্যমন্ত্রী তাঁর কথাতেই চলছেন কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন। হাইকোর্টের কাছে তিনি এ বিষয়ে তদন্তের দাবি করেছেন। তিনি আরও প্রশ্ন তোলেন, ‘তামিলনাড়ুর একজন অবসরপ্রাপ্ত প্রাক্তন আমলা কীভাবে ওডিশার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছেন?’

নির্বাচনের সময় এই ভিডিয়োটি একটি বড় নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে। নবীন পট্টনায়ক এ নিয়ে পালটা বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘বিজেপি অপ্রয়োজনীয় জিনিসগুলিকে ইস্যু তৈরি করছে। এটাই ওরা পারে। এখন তারা আমার হাত নিয়ে আলোচনা করছে। কিন্তু, তাতে কোনও লাভ হবে না।’

কী বললেন ভিকে পান্ডিয়ান?

নবীন পট্টনায়কের স্বাস্থ্য যে ভালো নয়, তা স্বীকার করে নিয়েছেন পান্ডিয়ান। তবে তিনি আশাবাদী এবারও নবীনবাবু ওড়িশার মুখ্যমন্ত্রী হবেন। তিনি বলেন, ‘নবীন বাবু এক লাইনের বক্তৃতা দিয়ে গত পাঁচটি নির্বাচনে জিতেছিলেন। এবার তিনি পাঁচটি বাক্য বলছেন।’ যদিও রাজনৈতিক বিশেষজ্ঞের দাবি, এবারের বিধানসভা নির্বাচনে নবীনবাবুর বিজেডি সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। ওড়িশায় বিজেপির আসন সংখ্যা বাড়তে পারে।