Rishabh Pant: হুইলচেয়ার, ক্রাচের কথা ভাবলেই এখনও শিউরে ওঠেন মৃত্যুঞ্জয়ী পন্থ

<p style="text-align: justify;"><strong>লন্ডন:</strong> কোনওদিন আর প্রিয় ২২ গজে ফিরতে পারবেন কি না, সেটাই তো জানতেন না। আর আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমেরিকায় উড়ে গিয়েছেন। তার আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে নেতৃত্বভারও সামলেছেন। কিন্তু গাড়ি দুর্ঘটনার সেই বিভীষিকা এখনও টাটকা ঋষভ পন্থের স্মৃতিতে। বিশ্বকাপের জন্য আমেরিকার বিমান ধরার আগে প্রাক্তন সতীর্থ শিখর ধবনের সঙ্গে এক আড্ডায় নিজের জীবনের সবচেয়ে খারাপ সময়ের কথাই মনে করলেন তরুণ এই উইকেট কিপার ব্যাটার। পন্থ বলছেন, ”সেই গাড়ি দুর্ঘটনা আমার জীবনটা পুরোপুরি বদলে দিয়েছে। ওই ঘটনাটি ঘটার পর আমি&nbsp; তো আদৌ আর বাঁচব কি না, বুঝতে পারছিলাম না। কিন্তু ঈশ্বরই আমাকে বাঁচিয়ে দিয়েছেন।”</p>
<div id="para-one" style="text-align: justify;">আইপিএলে দিল্লিকে প্লে অফে তুলতে না পারলেও নিজে ২২ গজে ফিরে দুর্দান্ত পারফর্ম করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্য়ের <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>েও সুযোগ পেয়েছেন। পন্থ বলছেন, ”দুর্ঘটনা ঘটার পর সবকিছু কেমন যেন অন্ধকার হয়ে গিয়েছিল। আমি বিমানবন্দরেও আর যাওয়র সাহস পেতাম না। হুইলচেয়ার, ক্রাচে লোকে দেখবে, এটা ভেবেই শিউরে উঠতাম। অসহ্য শারীরিক যন্ত্রণাও ছিল গত কয়েক মাস। ঠিক করে দাঁতও মাজতে পারিনি। ভেবেছিলাম আর কখনও হয়ত ২২ গজেও ফিরতে পারব না।”</div>
<div id="video_ad_2" class="adbox mt-24" style="text-align: justify;">
<div class="AV6487190112c42192b00e4748">
<div id="aniBox">
<div id="aniplayer_AV6487190112c42192b00e4748-1716983758527">
<div id="aniplayer_AV6487190112c42192b00e4748-1716983758527Wrapper" class="avp-floating-container avp-move-left-enter-done" tabindex="0">
<p>গত <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে খেলতে পারেননি। বিশ্বকাপ, <a title="এশিয়া কাপ" href="https://bengali.abplive.com/topic/asia-cup-2022" data-type="interlinkingkeywords">এশিয়া কাপ</a> কোনও টুর্নামেন্টেই অংশ নিতে পারেননি। কারণ তখন ঠিকভাবে হাঁটতেই পারতেন না।&nbsp;</p>
<div id="para-three">&nbsp;</div>
<p>তা হলে কী করে তিনি ফিরে এলেন? ঋষভ বলেছেন, &lsquo;&lsquo;ওই সময় আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা বজায় রাখা ছিল সব চেয়ে জরুরি বিষয়। পাশে হয়তো অনেকেই থাকবেন, কিন্তু একজন ব্যক্তি হিসেবে নিজেকেও ভেবে ঠিক করতে হবে, কোন নির্দেশ মেনে চললে উপকার হবে।&rsquo;&rsquo; যোগ করেন, &lsquo;&lsquo;দীর্ঘ সময় পরে ক্রিকেটে ফেরার পরে আমি রোমাঞ্চিত হয়ে পড়েছিলাম। তার বাইরে কোনও ধরনের চাপ আমাকে নতুন ভাবে উদ্বেগে ফেলতে পারেনি।&rsquo;&rsquo;</p>
</div>
</div>
</div>
</div>
</div>