Auto Driver Arti Kashyap: কী বিরাট বাড়ি! বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে চা চক্রে অটো চালক আরতি

এস ফারাহ রিজভি

এই সপ্তাহের শুরুতে লন্ডনের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে উত্তরপ্রদেশের বাহরাইচের ২১ বছর বয়সী এক ই-রিকশা চালকের দেখা হওয়ার বিষয়টি ইন্টারনেটে বেশ আলোড়ন তৈরি করেছে। আর একেবারে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে চা খাওয়ার যে অভিজ্ঞতা তা আরতি কাশ্যপের মনে একেবারে গেঁথে গিয়েছে। তিনি জানিয়েছেন, ‘উনকা মহল তো বহুত হি বড়া হ্যায়। কাভি সোচা নেহি থা ইতনে বড়ে রাজা সে মিল সকতে হ্যায়, ফটো খিচানা তো দূর কি বাত হ্যায়,’ কাশ্যপ বলেছেন, যিনি লন্ডনে অমল ক্লুনি উইমেনস এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করতে এসেছিলেন, যা বিশ্বজুড়ে মহিলাদের স্বীকৃতি দেয় যারা প্রতিকূলতার বিরুদ্ধে সমাজে প্রভাব ফেলতে সফল হয়।

বাকিংহাম প্যালেসে থাকার অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, ‘অনুষ্ঠানের একদিন পর রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আমাদের দেখা হয়। বাকিংহাম প্যালেসে হাই টি খেতে খেতে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। অ্যায়সা লাগ রাহা থা জাইসে কোই স্বপ্ন দেখ রহে হ্যায়। প্রাসাদে আমাদের বিস্কুট দিয়ে ভারতীয় চা পরিবেশন করা হলো। মাজা আ গয়া যব আপনে ইন্ডিয়া জায়সি চা মিলি।

কাশ্যপের সঙ্গে ছিলেন আরও ২৪ জন পুরস্কার বিজয়ী। হাসতে হাসতে তিনি বলেন, ‘কিন্তু আমাকে সবচেয়ে বড় অভ্যর্থনা জানানো হয়েছে, একটা গোলাপি গাড়ি আমাকে প্রাসাদে নিয়ে গিয়েছিল। রাজা তৃতীয় চার্লস নে যব হামসে বাত কি, বহুত আচ্ছা লাগা। তার সঙ্গে আলাপচারিতার সময় মনে হয়েছে, আমি তাকে অনেক দিন ধরে চিনি। তিনি জানতে আগ্রহী ছিলেন যে অটোরিকশা, যা আমাকে বাকিংহাম প্যালেসে নিয়ে গিয়েছিল, কীভাবে কাজ করেছিল – ব্যাটারি বা বিদ্যুৎ। তিনি আমাকে আমার পরিবার, আমার ভাইবোন এবং হোমটাউন সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তিনি আমাকে আমার বাবা-মাকে তার উষ্ণ শুভেচ্ছা জানাতে বলেছিলেন।

রাজার সঙ্গে দেখা হওয়ার , রাজার সঙ্গে চা খাওয়ার সেই অভিজ্ঞতা কিছুতেই ভুলতে পারেন না ই রিক্সা চালক আরতি কাশ্যপ।