Digha Jagannath Mandir Opening Date: দিঘার জগন্নাথ মন্দির চত্বরে তৈরি হচ্ছে রথ, খুলছে কবে? আর দেরি নয়…

আম বাঙালি ছুটি পেলেই একটু ঘুরে আসেন দিঘা থেকে। সমুদ্রে স্নান আর সন্ধ্যেবেলা একটু সমুদ্রের ধারে বসে থাকা। তবে দিঘা মানেই এতদিন ছিল সমুদ্র সৈকত। আর ঝাউবন। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে দিঘার জগন্নাথ মন্দির। মুখ্য়মন্ত্রী একাধিকবার এই জগন্নাথ মন্দিরের কথা উল্লেখ করেছেন। এমনকী নির্বাচনী সভা থেকেও তিনি বার বার এই মন্দিরের কথা উল্লেখ করেছেন। 

এদিকে এর আগে ঘোষণা করা হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসে এই মন্দিরের উদ্বোধন করা হবে। কিন্তু ভোট ঘোষণার জেরে সেই মন্দিরের আর উদ্বোধন করা যায়নি। তবে এবার সেই মন্দিরের উদ্বোধন হওয়া শুধু সময়ের অপেক্ষা। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। ভোটপর্ব শেষ হলেই এই মন্দিরের উদ্বোধন করা হবে।

এর আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বলতে শোনা গিয়েছিল, দিঘাতে আপনারা জানেন তো পুরীর জগন্নাথ মন্দির যত বড় তত বড় মন্দির তৈরি হচ্ছে। কী দেখেছেন! যাবেন কিন্তু যেদিন উদ্বোধন হবে। আমরা নন কমপ্লিট করি না…অসম্পূর্ণ করি না। রাজনীতিতে ছবি তোলার জন্য। আমাদের ঠাকুরও এসে গেছে। কিন্তু যেহেতু ভোট। আমি এখন করব না। কিছু কাজ বাকি রয়েছে। ইলেকশনের পরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে দেখাব, পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও এটা আরও বড় মন্দির হয়েছে। এবং তার ভোগঘর থেকে শুরু করে সব কিছু। বলছেন মমতা। পোস্ট করেছেন শুভেন্দু। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

তবে এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুরীর জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মূর্তি নিমকাঠ তৈরি করা হয়েছে। দিঘায় মার্বেল দিয়ে মূর্তি করা হবে। তবে ধ্বজা রোজই তোলা হবে। রোজাই ধ্বজা নামানো হবে বলে জানিয়েছেন মমতা।

তবে সেই মন্দিরের উদ্বোধন হতে আর বেশি দিন নেই। সম্ভবত রথে বা রথের আগে মন্দিরের উদ্বোধন হতে পারে। এবার দিঘা বেড়াতে গেলে জগন্নাথ মন্দির দেখতে ভুলবেন না। কোন মন্দির ছোট আর কোনও মন্দির আকারে বড় সেটা তো পরের কথা। আসল কথা হল একটি মন্দিরকে ঘিরে গড়ে ওঠে মানুষের মধ্য়ে নানা আবেগ। 

তবে কবে সেই মন্দিরের উদ্বোধন করা হবে তা নিয়ে এখনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি। এদিকে মন্দির প্রাঙ্গনে একটি রথ নতুন করে তৈরি করা হচ্ছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে তবে কি সেখানে এবার রথযাত্রা করা হবে। তাহলে কি রথযাত্রার সময় বা রথযাত্রার আগে মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। তা নিয়ে ইতিমধ্য়েই নানা চর্চা, নানা আগ্রহ দেখা দিয়েছে।