T20 World Cup 2024 Virat Kohli Spotted At Mumbai Airport As He Jets Off to join Team India in New York

মুম্বই: তাঁকে নিয়ে চলছিল জোর জল্পনা। আইপিএল মিটে গিয়েছে। তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফাইনালেও খেলেনি। ২৪ মে শে, হয়ে গিয়েছিল অভিযান। রাজস্থান রয়্যালসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আরসিবির।

কিন্তু তিনি, বিরাট কোহলি (Virat Kohli) ছিলেন ছুটিতে। ভারতীয় দলে তিনি যোগ দেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। বাকি পুরো দল নিউ ইয়র্কে প্রস্তুতিতে মগ্ন। কিন্তু কোহলি কোথাও নেই। নিউ ইয়র্কের ক্যান্টিয়াগ পার্কে (Cantiague Park) ভারতীয় দল অনুশীলন করছে। সেখানে কবে দেখা যাবে কোহলিকে? প্রশ্ন ছিল ভারতের ক্রিকেটপ্রেমীদের।

অবশেষে ভক্তদের সজন্য স্বস্তির খবর। নিউ ইয়র্কের দিকে রওনা হলেন বিরাট। তাঁকে বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল। আমেরিকাগামী বিমান ধরার জন্য বিমানবন্দরে পৌঁছন তিনি। টার্মিনালে অপেক্ষারত খুদে ভক্তদের সঙ্গে ছবি তোলেন কোহলি। পাপারাৎজিদের অনুরোধে ছবির জন্য পোজও দেন।

 

 

আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২ জুন শুরু হয়ে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ৫ জুন ভারত শুরু করছে তাদের অভিযান। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে আয়ার্ল্যান্ড। দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর টি-২০ বিশ্বকাপ জিততে মরিয়া থাকবে ভারতীয় দল। ভারতীয় সমর্থকদের প্রত্যাশার পারদও তুঙ্গে।

কোহলি অবশ্য আত্মবিশ্বাসী। প্রত্যাশার চাপ নিয়ে ভাবছেন না। টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেলের ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘আমরা বিশ্বের যে প্রান্তেই খেলি না কেন, যে টুর্নামেন্টই হোক, প্রত্যাশা থাকবেই। বলছি না যে, মানুষ আমাদের ওপর প্রত্যাশা করবে না। ক্রিকেটকে আমাদের দেশে অন্য চোখে দেখা হয়। সেটা আমাদের অন্যতম শক্তিও। তবে এটা নিয়ে খুব বেশি ভাবলে আমাদের দুর্বলতা তৈরি হয়ে যাবে। আমার মনে হয় এটাকে আমাদের শক্তি হিসাবে দেখা উচিত আর এর থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত। আমাদের দিকে এত ভক্ত তাকিয়ে রয়েছে ভাবলেই ভাল খেলার বাড়তি তাগিদ পাওয়া যায়।’

আরও পড়ুন: বেঙ্গল প্রো টি-২০ লিগ শুরু হচ্ছে কবে? ফাইনাল কোথায়? পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন