J20 Fighter Jet: তিব্বতে জে-২০ যুদ্ধ বিমান মোতায়েন করল চিন, ভারতের দিকে মুখ, মতলবটা কী?

চিন এবার তাদের বেশ উন্নত যুদ্ধ বিমান জে-২০ তিব্বতের কাছে মোতায়েন করছে বলে খবর। ভারতের দিকে মুখ করে যুদ্ধবিমানগুলি রাখা হয়েছে বলে খবর। এদিক পুরো প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের সঙ্গে চিনের দীর্ঘদিন ধরে একটা সংঘাত চলছে। সেই পরিস্থিতিতে এবার তিব্বতে চিনের যুদ্ধ বিমান মোতায়েন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। 

সাম্প্রতিকতম  উপগ্রহ মারফত তোলা ছবিতে দেখা গিয়েছে, চিনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স শিগাতসে ডুয়াল ইউজ এয়ারপোর্টে ৬টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করেছে। এই জায়গাটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ১৫৫ কিমি দূরে অবস্থিত। সিকিম-ভূটান তিব্বত এই তিনটি জায়গার সংযোগস্থলে ডোকালামের কাছাকাছি এলাকায় অবস্থিত। এদিকে এখানে আগে থেকেই জে-১০ ও কে জে-৫০০ AEW&C জেট আগে থেকেই মোতায়েন করা রয়েছে। 

এই সংক্রান্ত একাধিক স্য়াটেলাইট ইমেজ মিলেছে। এই ছবি থেকে একটা ধারনা করা যাচ্ছে যে জে ২০ যে বিমানগুলি সেগুলি ২৭ মে এয়ার বেসে এসেছে। অল সোর্স অ্যানালিসিস এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছে। 

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, উচ্চ অক্ষাংশের মহড়ায় সম্ভবত সিগাতসে এলাকায় এই দুই ইঞ্জিনের জে ২০ যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। 

এদিকে হাসিমারা, চাবুয়া ও তেজপুর ভিত্তিক সুখোই-৩০ এমকেআই ফাইটার বিমান ছাড়া ১৮টি বিমানে স্কোয়াড্রন মোতয়েন করা রয়েছে। হাসিমারায় রাফায়েল বিমানও আছে।  আম্বালাতেও এই ধরনের বিমান মোতায়েন করা রয়েছে।  

তবে কেন এই ধরনের যুদ্ধবিমান মোতায়েন করা হল তা নিয়েও পরিস্কারভাবে কিছু জানা যায়নি।