Karan Bhushan Singh: ‘ঘাতক গাড়িটি আমার কনভয়ের অংশ ছিল’ গোণ্ডায় দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন ব্রিজভূষণের ছেলে

উত্তরপ্রদেশের গোণ্ডা জেলায় বিদায়ী সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের পুত্র তথা বিজেপি প্রার্থী করণ ভূষণ শরণ সিংয়ের কনভয়ের একটি গাড়ির ধাক্কায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে তোলপাড় রাজনীতি। এনিয়ে মুখ খুললেন বিজেপি প্রার্থী। তিনি স্বীকার করে নিয়েছেন যে ঘাতক গাড়িটি তাঁর কনভয়ের অংশ ছিল। তবে তিনি অনেক পরে এই দুর্ঘটনার বিষয়ে জানতে পেরেছেন বলে দাবি করেছেন।

আরও পড়ুন: ব্রিজভূষণের ছেলের কনভয়ের গাড়ির ধাক্কা, মৃত ২, ‘ধর্ষকের জায়গায় খুনিকে আনল BJP?’

বিজেপি প্রার্থী করণভূষণের কনভয়টি কর্নেলগঞ্জ-হুজুরপুর রোড ধরে হুজুরপুরের দিকে যাচ্ছিল। বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছে আসতেই কনভয়ের একটি গাড়ি দুই কিশোরকে ধাক্কা মারে। তারা বাইকে করে রাস্তা পার করছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। এর পরেই ঘটনাস্থলে ভিড় জমে। ঘাতক গাড়িকে ঘিরে বিক্ষোভ তারা বিক্ষোভ করেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককেও গ্রেফতার করা হয়।

এবিষয়ে সংবাদ মাধ্যমকে করণ ভূষণ জানান, চারটি গাড়ি নিয়ে তিনি একটি অনুষ্ঠানের জন্য বাহরাইচ যাচ্ছিলেন। এর মধ্যে শেষ টয়োটা ফরচুনার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তিনি আরও জানান, দুর্ঘটনার সময় তাঁর গাড়িটি ঘটনাস্থল থেকে প্রায় ৪-৫ কিলোমিটার দূরে ছিলেন। তিনি আরও দাবি করেন, দুর্ঘটনায় যে মহিলা আহত হয়েছেন গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগেনি। বাইকের সঙ্গে তার ধাক্কা লেগেছিল। 

করণ ভূষণ আরও দাবি করেন, তিনি ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ঘটনাস্থলে একটি গাড়ি পাঠিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি নবাবগঞ্জ পুরসভার চেয়ারম্যান সত্যেন্দ্রকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত হওয়া পর্যন্ত পুরসভার প্রতিনিধিরা গভীর রাত পর্যন্ত নিহতদের পরিবারের সঙ্গে ছিলেন।’

নিহত দুই কিশোরের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন বিজেপি প্রার্থী। তিনি বলেন, ‘নিহতদের পরিবার আমার বাবার সমর্থক। প্রয়োজনে আমি তাদের পাশে দাঁড়াব।’ উল্লেখ্য, ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছে গাড়ির চালক। আহত মহিলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে। দুর্ঘটনার জন্য বিরোধীরা করণ ভূষণকেই অভিযুক্ত করেছেন। তবে কেন তাঁর ছেলেকে দোষী করা হচ্ছে? তাই নিয়ে প্রশ্ন তোলেন ব্রিজ ভূষণ।