Monsoon onset 2024: উত্তরবঙ্গে আরও এগল মৌসুমী বায়ু, দক্ষিণবঙ্গের দোরগোড়ায় দাঁড়িয়ে বর্ষা

বৃহস্পতিবার কেরলের সঙ্গে উত্তরবঙ্গেও প্রবেশ করেছিল বর্ষা। শুক্রবার খানিকটা এগিয়ে কার্যত দক্ষিণবঙ্গের দোরগোড়ায় মৌসুমী বায়ু। এদিন মৌসম ভবনের তরফে প্রকাশিত মৌসুমী বায়ুর অগ্রগতির মানচিত্রে তেমনই দেখা যাচ্ছে। এই গতিতে বর্ষা এগোতে থাকলে দু’এক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে বর্ষা।

আরও পড়ুন – আগাম এলেন মেঘদূত, কেরলের সঙ্গে একই দিনে পশ্চিমবঙ্গেও ঢুকে পড়ল মৌসুমী বায়ু

পড়তে থাকুন – শিলিগুড়ির বাসিন্দাদের ২০ দিন ধরে বিষ খাইয়েছে তৃণমূল, বিস্ফোরক দাবি শংকর ঘোষের

ঘূর্ণিঝড় রেমাল বিদায় নেওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। তারই মধ্যে বৃহস্পতিবার মৌসম ভবন জানায় নির্ধারিত সময়ের ২ দিন আগে কেরলে প্রবেশ করেছে বর্ষা। একই সঙ্গে বর্ষা প্রবেশ করেছে গোটা উত্তরপূর্ব ও উত্তরবঙ্গের একেবারে উত্তর-পূর্ব কোণে আলিপুরদুয়ার জেলার একাংশে।

শুক্রবার মৌসম ভবন যে মানচিত্র প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গোটা তরাই – ডুয়ার্স ও সিকিমেও বর্ষা প্রবেশ করে গিয়েছে। বর্ষা প্রবেশ করেছে দক্ষিণ দিনাজপুরের একাংশে। দক্ষিণবঙ্গ থেকে কয়েক কিলোমিটার দূরে সীমান্তের সমান্তরালভাবে বাংলাদেশ ভূখণ্ডের ওপর দিয়ে গিয়েছে সেই রেখা।

ইতিমধ্যে দক্ষিণবঙ্গে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকেই বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা মনে করছেন, এই ভাবে এগোতে থাকলে সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটতে পারে। তেমনটা হলে নির্ধারিত সময়ের প্রায় ১০ দিন আগে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটবে।

আরও পড়ুন – BJP এলে সাসপেন্ড করব, শাহজাঁহার থেকেও খারাপ হাল হবে, পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর

বর্ষা দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিকে মৌসুমী বায়ুর সক্রিয়া বাড়তে থাকলে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে।