Nirmala on Bad Loan:শেষ ৯ বছরে অনাদায়ী ঋণ সংক্রান্ত মামলায় ১০ লাখ কোটি উদ্ধার করেছে ব্যাঙ্কগুলি, খতিয়ান দিলেন নির্মলা

দেশের আর্থিক ক্ষেত্রে একাধিক জলিয়াতির ঘটনার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সাফল্যের খতিয়ান সদ্য এক্স হ্যান্ডেলে তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নির্মলা জানান, ‘ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট (ইডি) প্রায় ১,১০৫টি ব্যাঙ্ক জালিয়াতির মামলা তদন্ত করেছে, যার ফলে ৬৪৯২০ কোটি টাকার অপরাধের অর্থ সংযুক্ত করা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত, ১৫,১৮৩ কোটি টাকার সম্পদ সরকারি খাতের ব্যাঙ্কগুলিতে পুনরুদ্ধার করা হয়েছে।’ এরইসঙ্গে গত ৯ বছরে অনাদায়ী ঋণ মামলায় ব্যাঙ্কগুলি কত টাকা উদ্ধার করতে পেরেছে, তারও খতিয়ান তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

নির্মলা সীতারামন জানান, ২০১৪ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ৯ বছরে অনাদায়ী ঋণ থেকে ১০ লাখ কোটি টাকা উদ্ধার করতে পেরেছে ব্যাঙ্কগুলি। মোদী সরকারের সংস্কারমূলক অর্থনমীতির প্রশংসা তুলে ধরে একথা জানান সীতারামন। বিরোধীদের দিকে নিশানা তাক করে নির্মলা বলেন,’ মিথ্যা প্রচারে অভ্যস্ত বিরোধীরা ভুলভাবে দাবি করে যে শিল্পপতিদের দেওয়া ঋণ মকুব করা হচ্ছে শুধু।’ তাঁর রাজনৈতিক বিরোধীদের দিকে নিশানা তাক করে নির্মলা বলেন, ‘ অর্থ ও অর্থনীতিতে নিজেকে ‘বিশেষজ্ঞ’ বলে দাবি করা সত্ত্বেও, এটা দুঃখের বিষয় যে বিরোধী নেতারা এখনও রিট-অফ এবং মুকুব মধ্যে পার্থক্য করতে অক্ষম। RBI-এর নির্দেশিকা অনুসারে ‘রাইট-অফ’-এর পরে, ব্যাঙ্কগুলি সক্রিয়ভাবে অনাদায়ী ঋণ পুনরুদ্ধার করে। এবং, কোন শিল্পপতির জন্য কোন ঋণ মুকুব করা হয়নি।’ তিনি সাফ জানান, অনাদায়ী ঋণ মুকুবে কোনও নমনীয়তা নেই, বিশেষত বড় খেলাপিদের ক্ষেত্রে তা একেবারেই কার্যকরি নয়। তিনি বলেন, এই প্রক্রিয়া চলছে।

দেশের ব্যাঙ্কিং সেক্টরের সাফল্যের ভূয়সী প্রশংসা করে নির্মলা সীতারামন বলেন, ভারতের ব্যাঙ্কিং সেক্টর ২০২৩-২৪ সালে ৩ লক্ষ কোটি টাকা অতিক্রম করে সর্বোচ্চ মোট মুনাফা নিয়ে একটি উল্লেখযোগ্য মাইলস্টোন অর্জন করেছে। এই যুক্তিকে সামনে রেখেই নির্মলা নিদের যুক্তি পেশ করেন।  কংগ্রেস সরকারকে নিশানা করে নির্মলা বলেন,’ এটি 2014 সালের আগের পরিস্থিতির সম্পূর্ণ বিপরীত যখন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার ব্যাঙ্কিং সেক্টরকে অনাদায়ী ঋণ, স্বার্থ, দুর্নীতি এবং অব্যবস্থাপনার ডেরায় পরিণত করেছিল।’