Online Game: ৯০ মিনিটের বেশি অনলাইন গেম খেলা যাবে না, ছুটির দিনে…, চিনের মতো কড়া নিয়ম আসতে পারে ভারতে

সূত্রের খবর, ভারত সরকার অনলাইন গেম ও রিয়েল মানি গেমে সময়সীমা ধার্য্য করতে চাইছে। কারণ এই সমস্ত গেমে ক্রমাগত শিশু ও কমবয়সীদের নেশা হয়ে যাচ্ছে। ক্রমেই এই অনলাইন গেমে আসক্ত হয়ে যাচ্ছে তারা। তার জেরেই এবার কড়়া পদক্ষেপ নিতে চাইছে ভারত সরকার। কারণ কমবয়সীদের অনেকেই পড়াশোনা লাটে তুলে এই গেমের প্রতি আসক্ত হয়ে পড়ছে। অবিলম্বে সেখানে রাশ টানার চেষ্টা করছে সরকার। 

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে সরকার এবার অনলাইন গেমসের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিতে চাইছে। এমনকী অনলাইনে যে সমস্ত গেমে টাকা পয়সা খরচ করার ব্যাপার থাকে সেখানেও শিশুরা যাতে আসক্ত হয়ে না পড়ে সেটার জন্য রাশ টানার চেষ্টা করা হচ্ছে। 

এদিকে চিনেও এই ধরনের পদ্ধতি আরোপ করা হয়েছে বলে খবর। এর জেরে সেখানকার শিশুদের মধ্য়ে অনলাইন গেমের প্রতি আসক্তি কমানোর চেষ্টা করা হয়েছে। এবার ভারতেও এই ধরনের ব্যবস্থা চালু করার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি রুলস অফ ২০২১-এর নানা দিক নিয়ে আলোচনা করা হয়েছে। 

সেই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, আধিকারিকরা মনে করছেন এই সময়সীমাটা বেঁধে দেওয়াটাই সবথেকে কার্যকরী পদক্ষেপ হতে পারে। এর মাধ্যমে অনলাইন গেমের প্রতি বাচ্চাদের আসক্তি কিছুটা হলেও কমানো যেতে পারে। সেল্ফ রেগুলেটরি অর্গানাইজেশনের মাধ্য়মে যদি একটা লাগাম টানার চেষ্টা করা হয় তবে সেটা অনেক ক্ষেত্রে বিরাট কার্যকরী হবে এমনটা নয়। 

এদিকে চিনে এই অনলাইন গেম সম্পর্কিত কী ধরনের নিয়ম আরোপ করা রয়েছে। গত ২০১৯ সালের নভেম্বর মাসে ১৮ বছর বয়সের থেকে কম বয়সিদের অনলাইন গেম খেলার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। সেখানে ৯০ মিনিটের বেশি অনলাইন গেম খেলতে পারে না ১৮ বছরের কম বয়সিরা। কেবলমাত্র পাবলিক হলিডের দিনগুলিতে তিনঘণ্টা অনলাইন গেম খেলা যায় , তার বেশি নয়। 

এদিকে অতিরিক্তি অনলাইন গেমে আসক্ত হয়ে পড়লে বাচ্চাদের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। তাদের পড়াশোনার প্রতি মনোযোগ চলে যাবে। কিছুতেই পড়াশোনার প্রতি মন বসবে না। রাত দিন ধরে তারা এই অনলাইন গেমে আসক্ত হয়ে থাকবে। এই পরিস্থিতি থেকে মুক্তি দেওয়ার জন্য, বাচ্চাদের বাঁচানোর জন্য এবার নয়া উদ্যোগ।