T20 World Cup 2024 Ricky Ponting picks India pacer Jasprit Bumrah to dominate tournament

সিডনি: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) কোন বোলার সবচেয়ে বেশি উইকেট পাবেন? কোন বোলার গোটা টুর্নামেন্টে দাপট দেখাবেন? উত্তরটা যদি যশপ্রীত বুমরা হন, তবে কিন্তু একজন ভারতীয় হিসেবে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু এবার অজি ক্রিকেটারও সমীহ করলেন তারকা ভারতীয় পেসারকে। কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপে বুমরাই দাপট দেখাবেন বলে মনে করছেন রিকি পন্টিং। গত আইপিএলে ধারাবাহিক ভাল পারফর্ম করেছিলেন তারকা পেসার। সেই ফর্মই ধরে রাখলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্য়াটারদের কপালে দুঃখ আছে বলে মনে করেন বিশ্বজয়ী প্রাক্তন অজি অধিনায়ক। এক সাক্ষাৎকারে রিকি পন্টিং বলেন, ”আমার মতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক উইকেটের মালিক হবে বুমরা। বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকবাবে বিশ্বের অন্য়তম সেরা পেসার ও। সদ্য আইপিএলের দারুণ একটা মরশুম কাটিয়ে এসেছে বুমরা।”

গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৩ ম্য়াচে ২০ উইকেট নিয়েছেন বুমরা। ইকনমি রেট ছিল ৬.৪৮। বুমরার গতি, ইয়র্কার ও ফিটনেস ভীষণভাবে ভারতের আসন্ন বিশ্বকাপে সাফল্যের কারণ হয়ে উঠতে পারে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি ডানহাতি পেসার। চোটের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। সেবার সেমিফাইনালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় ভারতকে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বুমরা এখনও পর্যন্ত ১০টি ম্য়াচ খেলেছেন। ২০১৬, ২০২১ মরশুমে খেলতে নেমে মোট ১১ উইকেট ঝুলিতে পুরেছেন এই তারকা পেসার। পন্টিং বলছেন, ”নতুন বলটিকে দারুণভাবে কাজে লাগাতে পারে বুমরা। স্যুইং আছে হাতে। আইপিএল শেষে প্রতি ওভার পিছু সাত রানের কম রান তুলেছেন। প্রচুর উইকেট তুলেছে। ডেথ ওভারে তো বুমরা বেশি ভয়ঙ্কর।”

ভারতীয় দলের বােলিং লাইন আপে চারজন স্পিনার রয়েছেন। অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল রয়েছেন। পেসার বিভাগে রয়েছেন বুমরা ছাড়া মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিংহ। ওয়ান ডে বিশ্বকাপে পাশে শামি ছিলেন। কিন্তু এবার অভিজ্ঞতার দিক থেকে সবচেয়ে বড় বুমরাই। ভারতীয় দল আগামী ৫ জুন আইরিশদের বিরুদ্ধে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ পরব্ তারা খেলবে পাকিস্তানের বিরুদ্ধে আগামী ৯ জুন। এছাড়া ১২ জুন ও ১৫ জুন ম্য়াচ রয়েছে ভারতের। এদিকে, ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে আমেরিকার উদ্দেশে বৃহস্পতিবারই রওনা দিলেন বিরাট কোহলি।

 

আরও দেখুন