Workers dead in Rashmi Metaliks: কারখানায় মৃত শ্রমিকদের দেহ লোপাটের অভিযোগ, ফেরানোর দাবিতে বিক্ষোভ বিজেপির

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের একটি কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে, কাজ করার সময় কারখানায় শ্রমিকদের মৃত্যু হলে মৃতদেহ পরিবারকে ফেরানো হচ্ছে না। কারখানা কর্তৃপক্ষ গোপনে সেই দেহ লোপাট করে ফেলছে। এমনই অভিযোগ উঠেছে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত রেশমি মেটালিকস কারখানার বিরুদ্ধে। এর প্রতিবাদে আজ শুক্রবার কারখানার এক নম্বর গেটের সামনে শ্রমিকদের নিয়ে বিক্ষোভ করে বিজেপি। এদিনের বিক্ষোভে কারখানা থেকে তৃণমূল মোটা টাকা নিচ্ছে বলে অভিযোগ করেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

আরও পড়ুন: ‘এক ফোনে দিদিভাই’ নয়া কর্মসূচি আনলেন অগ্নিমিত্রা, মেদিনীপুরে চালু হচ্ছে উদ্যোগ

এদিন কারখানার এক নম্বর গেটের কাছে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। জানা গিয়েছে, এই কারখানার ভিতরে কর্মরত অবস্থায় সম্প্রতি দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। দুজনের নাম হল সুমিত এবং রাহুল। তবে তাদের মৃতদেহ পরিবারের হাতে ফেরানো হয়নি। অভিযোগ, মৃতদেহগুলি কারখানার বয়লারে পুড়িয়ে লোপাট করা হয়েছে। ঘটনার পর থেকে দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার দাবিতে দফায় দফায় শ্রমিকরা বিক্ষোভ করছেন। কার্যত পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে শ্রমিকদের। 

তাঁদের অভিযোগ, এই ঘটনা এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা গত কয়েক বছরে আট থেকে নয় বার হয়েছে। ফুটন্ত লোহার তরলের ট্যাঙ্ক অথবা বয়লার ভেঙে পড়ে শ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটছে। অথচ মাত্র দু’বার মৃতদের দেহ পরিবারকে ফেরানো হলেও বাকি ঘটনাগুলিতে দেহ বয়লারে ফেলে লোপাট করা হয়েছে অভিযোগ রয়েছে। এছাড়া দেহ সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার বিজেপির বিক্ষোভে নেতৃত্ব দেন অগ্নিমিত্রা। এদিন তিনি রেশমি মেটালিকসের ভিতরে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি সরব হন। তৃণমূলের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। অগ্নিমিত্রা পালের দাবি, দেহগুলি পরিবারের হাতে হস্তান্তরের পাশাপাশি তাদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি স্থানীয়দের এই কারখানায় কাজ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কারখানা থেকে তৈরি হওয়া দূষণ নিয়ন্ত্রণ করারও দাবি তুলেছেন বিজেপি প্রার্থী।