সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই জন নিহত, আহত ৩

সিরাজগঞ্জের বহুলীতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছেন আরও তিন জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলী ইউনিয়নের আলমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার মুক্তারগাঁতী গ্রামের মাওলানা আবু তালহার ছেলে সাদ (২৩) ও রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী গ্রামের মৃত জোগেশ চন্দ্র বসুর ছেলে মহাদেব চন্দ্র সাহা (৬০)।

আহতরা হলেন- দুর্ঘটনায় মারা যাওয়া জোগেশ চন্দ্রের স্ত্রী ঝর্ণা রানী (৫৫) ও বহুলী গ্রামের শাহ আলম। আরেকজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় দুজন মারা গেছেন ও তিন জন আহত হয়েছেন। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা পালিয়ে যাওয়া ট্রাকটি আটকের চেষ্টা করছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, এ ঘটনায় মোট চার জনকে এখানে আনা হয়েছিল। এর মধ্যে সাদ ও মহাদেবকে এখানে আনার আগেই মৃত্যু হয়েছিল। আহত দুই জনের মধ্যে ঝর্ণা রানীর অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আরেকজন এখানে চিকিৎসাধীন।