ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে আহত ৭

রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় একটি স্টিল মিলে বিস্ফোরণে ৭ জন আহত ও দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে জহির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে মেশিন মেরামতের সময়ে টুলবক্স বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত শ্রমিকরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ ও বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হচ্ছেন-  তরিকুল ইসলাম (৩৪), সুজন (২৫), শফিকুল ইসলাম(২৫), মো. রনি (৩৪), আমিনুল ইসলাম(২৬), দীপন দাস (৩৫) ও কাঞ্চন (২৭)।

প্রতিষ্ঠানটির সুপারভাইজার সাকিব খান জানান, প্রতিষ্ঠানে মেশিনটির টুলবক্সটি ওভারহিট হওয়ায়,  মেনটেনেন্সকারীরা চেক করার সময়ে টুলবক্সটি হঠাৎ করে বিস্ফোরিত হয়ে নাট-বল্টু ছুটে যায়। সে সময়ে উপস্থিত যারাই ছিল, তারা সকলেই কম বেশি আহত হয়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে এমনটা হয়ে থাকতে পারে। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে, কী কারণে বিস্ফোরণ ঘটেছে।

আহতদের ব্যাপারে তিনি বলেন, তারা এখন মোটামুটি সকলেই ভালো আছে। আশা করছি- রাতেই তাদের বাসায় নিয়ে যেতে পারবো।