সাকিবকে চার মেরে পান্তের হাফ সেঞ্চুরি

১২তম ওভারে বল হাতে নেন সাকিব আল হাসান। তাকে প্রথম বলেই চার মেরে হাফ সেঞ্চুরি করেন রিশাভ পান্ত। ৩২ বলে ৫৩ রান করে মাঠ থেকে উঠে যান ভারতীয় ব্যাটার। দলীয় স্কোরও একশ ছাড়ায়।

মাহমুদউল্লাহর ব্রেকথ্রু

পাওয়ার প্লেতে ৫৫ রান তুলে ভারত বাংলাদেশের ওপর দাপট দেখায়। সপ্তম ওভারে বল হাতে নেন মাহমুদউল্লাহ। চতুর্থ বলে দারুণ ব্রেকথ্রু আনেন খণ্ডকালীন স্পিনার। দলীয় ৫৯ রানে রোহিত শর্মাকে ফেরান তিনি। লং অনে রিশাদ হোসেনকে ক্যাচ দেন ভারতের অধিনায়ক। ১৯ বলে ২৩ রান করেন তিনি। রিশাভ পান্তের সঙ্গে রোহিতের জুটি ছিল ৪৮ রানের।

পাওয়ার প্লেতে সাকিবের ওপর চড়াও রোহিত-পান্ত

চেনা কন্ডিশনে সাকিব আল হাসান বল হাতে সুবিধা করতে পারলেন না। পাওয়ার প্লেতে দুই ওভার বল করে খরুচে তিনি। ৩০ রান দেন সাকিব। পাওয়ার প্লে শেষ ওভারে রিশাভ পান্ত তার বলে তিনটি ছক্কা মারেন। ওই ওভারে ভারত করে ২২ রান! বাঁহাতি স্পিনারের প্রথম ওভারে টানা চার মারেন ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা।

পাওয়ার প্লেতে বাংলাদেশ এক উইকেট নিয়ে দিয়েছে ৫৫ রান।

একমাত্র উইকেটটি পড়েছে দ্বিতীয় ওভারে। শরিফুল ইসলাম শিকার করেন সাঞ্জু স্যামসনকে। ১১ রানে উদ্বোধনী জুটি ভাঙে।

শরিফুলের আঘাতে ভাঙলো উদ্বোধনী জুটি

শরিফুল ইসলাম বল হাতে নিয়েই ভাঙলেন উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে সাঞ্জু স্যামসনকে (১) এলবিডব্লিউ করেন তিনি। ১১ রানে ওপেনিং জুটি বিচ্ছিন্ন হলো।

ভারতের বিপক্ষে আগে বোলিংয়ে বাংলাদেশ

রবিবার সকালে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগের দিন সবার চোখ বাংলাদেশ ও ভারতের শেষ ওয়ার্ম আপ ম্যাচের দিকে। এই ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছে ভারত। বাংলাদেশকে আগে বোলিং করতে হচ্ছে।

প্রস্তুতি ম্যাচ বলে দুই দলই তাদের স্কোয়াডে থাকা ১৫ জনকে পর্যায়ক্রমে মাঠে নামাতে পারবে। তবে বাংলাদেশ তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়েছে। ১৩ জনকে নিয়ে তারা মাঠে নামছে। আর ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি খেলবেন না। মুম্বাই থেকে ১৬ ঘণ্টার ভ্রমণ শেষে গতকাল নিউ ইয়র্কে পৌঁছান ডানহাতি ব্যাটার। বিশ্রাম নিয়েছেন তিনি। ১৪ জনের দল নিয়ে বাংলাদেশের মুখোমুখি হবে বাংলাদেশ।

নিউ ইয়র্কের নতুন মাঠে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে আজ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়েছে। ফলে ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়েই নাজমুল হোসেন শান্তর দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ সেরে নিতে হবে। দুই দলের এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হচ্ছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটির। নতুন এই মাঠে সাম্প্রতিক সময়ের ভুলগুলো শুধরে নতুন এক যাত্রা শুরু করতে চাইবে বাংলাদেশ। সেটি করতে পারলেই মূল টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাসের জ্বালানি পাবে লাল-সবুজরা।