Diamond Harbour rigging: ছাপ্পার অভিযোগ প্রতিকুরের, ডায়মন্ড হারবার নিয়ে শুভেন্দুর দাবি আরও ভয়ানক

লোকসভা নির্বাচনের শেষ দফায় হিন্দুদের ভোট দিতে বাধা দিয়েছে তৃণমূল। এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার ভোটগ্রহণ শেষে রাজ্য বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই দাবি করেন তিনি। তিনি জানান, হিন্দুরা সব থেকে বেশি বাধার মুখে পড়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে।

আরও পড়ুন – স্বাস্থ্যবিধি না মেনেই তৈরি হচ্ছে জলের পাউচ, পরিবহন হচ্ছে আবর্জনা ফেলার গাড়িতে

পড়তে থাকুন – উত্তরবঙ্গে আরও এগল মৌসুমী বায়ু, দক্ষিণবঙ্গের দোরগোড়ায় দাঁড়িয়ে বর্ষা

শুভেন্দুবাবু বলেন, ‘আমরা অনেকদিন ভোটে লড়ছি। কিন্তু আমরা কখনও দেখিনি হিন্দুদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। এ এক নতুন ট্রেন্ড। মোদীজি ক্ষমতায় আসার আগে আমরা শুনতাম পশ্চিম উত্তর প্রদেশে উচ্চবর্ণের লোকেরা অন্যান্য বর্ণের লোকেদের ভোটদানে বাধা দিত। হরিয়ানায় শুনতাম, বিহারে শুনতাম। নতুন ট্রেন্ড দেখছি, যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে। যার ফলে কয়েক লক্ষ হিন্দু ভোটদানে বঞ্চিত হয়েছেন। যার বেশিরভাগ অংশটাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। নিউ বারাকপুর পুরসভার উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে ২০০ – ২৫০ হিন্দু ভোট দিতে পারেনি। ক্যানিং পূর্বের জীবনতলায় ব্যাপক রিগিং হয়েছে। আর হয়েছে ডায়মন্ড হারবার জুড়ে।’

আরও পড়ুন – স্বাস্থ্যবিধি না মেনেই তৈরি হচ্ছে জলের পাউচ, পরিবহন হচ্ছে আবর্জনা ফেলার গাড়িতে

ডায়মন্ড হারবারে রিগিংয়ের অভিযোগ তুলে ওই কেন্দ্রের বাম প্রার্থী প্রতিকুর রহমান বলেন, ‘এখানে ভোটের নামে প্রহসন হয়েছে। তৃণমূল বাইরে থেকে লোক ভাড়া করে এনে এখানে দেদার ছাপ্পা দিয়েছে। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় ছিল। ৩৮৮টা অভিযোগ করেছি। বার বার ফোন করেছি। কিন্তু কমিশন গর্জালেও বর্ষাল না কমিশনে। আমার মনে হয় ওদের মধ্যে কোনও সেটিং হয়ে গিয়েছে।’