Fire broke out by Lightning: বাজ পড়ে ভয়ঙ্কর আগুন, পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়ি, বাঁকুড়ায় মৃত দম্পতি

বজ্রঘাতে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটছে। তবে বাজ পড়ে যে কাণ্ড ঘটল তাতে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। বজ্রপাতের ফলে আগুন ধরে গেল একটি বাড়িতে। আর তারপরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল গোটা বাড়ি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার আলিকষা গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামে। বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। এমন অবস্থায় আশ্রয়হীন হয়ে পড়েছে ওই পরিবার। অন্যদিকে, বাঁকুড়ায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক দম্পতির।

আরও পড়ুন: বাজ পড়ছে বার বার! আপনার ফোনে কি দামিনী অ্যাপ আছে? মালদার ঘটনায় নড়ে বসল প্রশাসন

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। এদিন সকালে দাঁতনে প্রচুর ঝড় বৃষ্টি হয়। সেই সময় খড়ের ছাউনি দেওয়া ওই মাটির বাড়িতে বাজ পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই বাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘটনাক্রমে সেই সময় ঘরের ভিতরেই ছিলেন ওই গ্রামের বাসিন্দা সুবল ধর এবং তার পরিবারের সদস্যরা। আগুন লাগার পরে তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। 

এদিকে, খবর পেয়ে স্থানীয়রা সেখানে ছুটে আসেন। তারা আগুন নেভানোর কাজে হাত দেন। তবে বাড়ির ভিতরে থাকা জিনিসপত্র বের করতে সময় পাননি তারা। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কে রয়েছে ওই পরিবারটি। একই সঙ্গে মাথার ছাদ পুড়ে যাওয়ায় ঘটনায় আশ্রয়হীন হয়ে পড়েছে ওই পরিবার।

অন্যদিকে, এদিন সকলেই বাঁকুড়ায় বাজ পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। মৃতের নাম নীরদ সাঁতরা (৬৪) এবং তার স্ত্রী রানী সাঁতরা (৫৭)। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে বড়জোড়ার ঘুটঘুড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুনগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রের খবর, এদিন ভোর থেকেই কালো মেঘে ঢেকে ছিল আকাশ। সকলেই বজ্রবিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে। সেই সময় নিজের জমিতে সবজি তুলতে গিয়েছিলেন এই দম্পতি। আর সেই সময়ই বজ্রপাতে মৃত্যু হয় এই দম্পতির। 

পরে বৃষ্টি থামতেই স্থানীয় মানুষজন ঘটনা স্থল থেকে দম্পতিকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার কবলে পড়া ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়। তিনি এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন।