Maynaguri Storm: ময়নাগুড়িতে ফিরল টর্নেডো আতঙ্ক, ভোর রাতে ঝড়ের তাণ্ডব শহরজুড়ে, আহত ১০

ফের ঝড়ের তাণ্ডবে লন্ডভণ্ড হল উত্তরবঙ্গের একাংশ। শনিবার ভোর রাতে কয়েক মিনিটের ঝড়ে উত্তর দিনাজপুরের ইসলামপুর ও জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের একাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসলামপুরে গাছ পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। ময়নাগুড়িতে আহত হয়েছেন এক যুবক।

আরও পড়ুন – মালদায় ফের বীভৎস নারী নির্যাতন, মহিলাকে বিবস্ত্র করে মারধরে অভিযুক্ত TMC নেতা

পড়তে থাকুন – উত্তরবঙ্গে আরও এগল মৌসুমী বায়ু, দক্ষিণবঙ্গের দোরগোড়ায় দাঁড়িয়ে বর্ষা

জানা গিয়েছে, শনিবার ভোর রাত ৪টে নাগাদ প্রবল ঝড় ওঠে ইসলামপুর ও ময়নাগুড়ির একাংশে। ঝড়ে ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েতে একাধিক গাছ ভেঙে পড়ে। একটি গাছ ভেঙে একটি কাঁচা ঘরের ওপরে। ওই ঘরে একাই থাকতেন ৮০ বছরের এক বৃদ্ধা। গাছ চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ভোর হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

প্রবল ঝড়ে ইসলামপুর শহর ছাড়াও ওই ব্লকেরই পণ্ডিতপোতা ১ এবং ২, মাটিকুন্ডা ১ এবং ২, গুঞ্জরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সহ আরও একাধিক পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে প্রায় ১ হাজার কাঁচা বাড়ি। বেশ কয়েকটি জায়গায় রাস্তায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যহত হয়েছে।

গত ৩১ মার্চের ঝড়ের আতঙ্ক কাটতে না কাটতেই ফের একবার প্রকৃতির তাণ্ডব দেখল ময়নাগুড়ি। শনিবার ভোরের ২০ মিনিট ধরে প্রবল ঝড়ে শহরের প্রায় সর্বত্র উপড়ে পড়েছে গাছ। গাছ পড়ে আটকে গিয়েছে জাতীয় সড়ক। বিদ্যুতের তার ছিঁড়ে ব্যহত হয়েছে পরিষেবা। রেলের বেশ কয়েকটি আবাসনের টিনের চাল উড়ে গিয়েছে। সেই টিন উড়ে গিয়ে পড়েছে বিদ্যুতের তারের ওপরে। পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নেমেছে সিভিল ডিফেন্স।

আরও পড়ুন – স্বাস্থ্যবিধি না মেনেই তৈরি হচ্ছে জলের পাউচ, পরিবহন হচ্ছে আবর্জনা ফেলার গাড়িতে

ঝড়ে গাছ পড়ে সিপন দাস নামে এর যুবক গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ভোরে পিক আপ ভ্যান নিয়ে ভাড়া খাটতে বেরিয়েছিলেন তিনি। জাতীয় সড়কে পড়ে থাকা গাছের ডাল গাড়ির কাচ ভেদ করে তাঁর পেটে ঢুকে গিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া ময়নাগুড়ি শহরে মোট ৯ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।