T20 World Cup 2024 Hardik Pandya performance in this format get to know

নিউ ইয়র্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল মাঠে নামবে আগামী ৫ জুন থেকে। অন্যতম ফেভারিট দল হিসেবেই টুর্নামেন্টে খেলতে নামবে তারা। কিন্তু তিনি থাকবেন ভীষণ চাপে। গত কয়েক মাসে তাঁকে নিয়ে হাজারো বিতর্ক বেঁধেছে। চোট-আঘাতে জর্জরিত থাকা। দলের বাইরে দীর্ঘদিন। আইপিএলে দলবদল। অধিনায়ক হিসেবে খারাপ পারফরম্য়ান্স। ব্যাটে-বলেও পারফরম্য়ান্স তলানিতে। এই পরিস্থিতিতে আসন্ন টি-টােয়েন্টি বিশ্বকাপে সবার নজরে থাকবেন বঢোদরার অলরাউন্ডার। 

কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক খেলতে নেমেছিলেন ২০১৬ সালে। মোট ১৬ ম্য়াচ খেলতে নেমেছেন। ১০ ইনিংসে ব্যাট করতে নেমে ২১৩ রান করেছেন হার্দিক। ব্যক্তিগত সর্বােচ্চ রান ৬৩। একটি মাত্র অর্ধশতরান হাঁকিয়েছেন হার্দিক। এছাড়া ১৬টি বাউন্ডারি ও ১০টি ছক্কাও হাঁকিয়েছেন। বল হাতে হার্দিক মোট ১৩ উইকেট নিয়েছেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের পর থেকে মোট ২১৬ বল করেছেন এই ফর্ম্য়াটের বিশ্বকাপে। মোট ৩২৯ রান খরচ করেছেন। সেরা বোলিং ফিগার ৩০/৩। ফিল্ডার হিসেবে হার্দিকের সুনাম রয়েছে। এই বিভাগে মোট ৯টি ক্যাচ লুফেছেন ডানহাতি অলরাউন্ডার। এক ইনিংসে সর্বাধিক ২ টি ক্যাচ ধরেছেন। প্রায় দশের কাছাকাছি ইকনমি রেটে বোলিং করেছেন হার্দিক। 

গুজরাত টাইটান্স থেকে মোট অঙ্কের অর্থের চুক্তিতে মুম্বই ইন্ডিয়ান্সে কামব্যাক করেছিলেন হার্দিক পাণ্ড্য। কিন্তু টুর্নামেন্টে চূড়ান্ত খারাপ পারফর্ম করেছে মুম্বই শিবির। আইপিএল শেষ হওয়ার পরেও ভারতীয় শিবিরে দেখা যাচ্ছিল না হার্দিককে। লিগ পর্যায়ের সব খেলা হওয়ার আগেই মুম্বই ইন্ডিয়ান্স ছিটকে গিয়েছিল টুর্নামেন্ট থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে তাঁকে নিয়ে সহ অধিনায়ক বেছে নেওয়া হয়েছিল এরমধ্যেই। যা নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়। আবার ব্যক্তিগত জীবনেও হার্দিকের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে নাতাশা স্ট্যাঙ্কোভিচের সঙ্গে। কিন্তু এরমধ্য়েই আইপিএলের পর আচমকাই কোনও খবর মিলছিল না হার্দিকের। এও আলোচনা হচ্ছিল যে, নাতাশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে ব্যক্তিগত জীবনে ঝড় ওঠাতেই কি বিশ্বকাপের শিবিরে নেই অলরাউন্ডার?

তবে শেষ পর্যন্ত নিউ ইয়র্কের জাতীয় দলের সঙ্গে দু দিন আগে যোগ দিয়েছএন হার্দিক। অনুশীলনেও নেমেছেন। তবে রোহিত শর্মার সঙ্গে যে দূরত্ব বেড়েছে তাঁর, তার ছবি অনুশীলনেও স্পষ্ট। নিজের সোশ্য়াল মিডিয়ায় অনুশীলনের ছবিও পোস্ট করেছেন হার্দিক। তবে হাজারো চাপ, বিতর্কের মাঝে কতটা সফল হন বঢোদরার অলরাউন্ডার তা দেখার।

আরও দেখুন