জনপ্রিয় পরিষেবা বন্ধ করে দেবে HDFC ব্যাঙ্ক! বিপাকে কোটি কোটি সাধারণ মানুষ

এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকদের জন্য চিন্তার খবর। ইউপিআই পেমেন্ট সংক্রান্ত একটি সুবিধা বন্ধ করতে চলেছে ব্যাঙ্ক। যাঁরা ইউপিআই লেনদেন করেন, সবথেকে বড় চাপে পড়বেন তাঁরাই। কোনও সতর্কতা পরিষেবা দেবে না এইচডিএফসি। কম টাকার ইউপিআই লেনদেন করলে বিপাকে পড়তে হবে গ্রাহকদের। জুন মাস থেকেই কার্যকর হবে এই নিয়ম। এক্সে পোস্ট জানিয়ে দিয়েছে ব্যাঙ্কটি। এইচডিএফসি ব্যাঙ্ক, দেশের বড় বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে একটি। ছোট ইউপিআই লেনদেনে এসএমএস সুবিধা বন্ধ করতে চলেছে৷ এ বিষয়ে গ্রাহকদের কাছে ইতিমধ্যেই একটি বার্তা ও ই-মেইলও পাঠিয়ে দিয়েছে ব্যাঙ্কটি।

  • ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম

এতদিন পর্যন্ত গ্রাহকেরা কোনও লেনদেন করার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক থেকে একটি বার্তা আসে যে সংশ্লিষ্ট পরিমাণটি কেটে নেওয়া হয়েছে বা কিছু পরিমাণ টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। ছোট লেনদেনের জন্য এই বার্তা বন্ধ করতে চলেছে ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে যে যদি কোনও ব্যক্তি ১০০ টাকা পর্যন্ত লেনদেন করেন বা এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআই-এর মাধ্যমে ৫০০ টাকা পর্যন্ত পেয়ে থাকেন, তাহলে তিনি কোনও এসএমএস সতর্কতা পাবেন না। তবে, যাঁরা ১০০ টাকার বেশি পাঠাবেন এবং ৫০০ টাকার বেশি পাবেন, মেসেজ পেতেই থাকবেন।

  • ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও নতুন নিয়ম

একই সময়ে, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরাও এই ধরনের সুবিধা পাবেন না। যদি কোনও গ্রাহক ৫০০ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড লেনদেন করেন, তবে এটি সম্পর্কে কোনও এসএমএস পাঠানো হবে না। তবে ইউপিআই বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরনের পেমেন্টে ইমেইল বিজ্ঞপ্তির সুবিধা চালু থাকবে।

এসএমএস সতর্কতা পাওয়ার এই সুবিধা ২৫ জুন থেকে বন্ধ হয়ে করে দেওয়া হবে ব্যাঙ্কের তরফে। তাই কম লেনদেন করলেও যাতে মেসেজ পেতে গ্রাহকদের কোনও অসুবিধা নয় হয়, তার জন্য ব্যাঙ্ক গ্রাহকদের নিজেরদের অ্যাকাউন্টে ইমেইল আপডেট করতে বলেছে যাতে তাঁরা লেনদেন সম্পর্কে সঠিক সময়ে তথ্য পেতে পারেন।

  • হঠাৎ এমন সিদ্ধান্ত কেন

আসলে, যে কোনও ব্যাঙ্ককেই লেনদেন সংক্রান্ত বার্তা পাঠাতে গেলেই কোটি কোটি টাকা খরচ করতে হয়। এদিকে, ইউপিআই ব্যবহার করে ১০০ টাকার মতো ছোট লেনদেনের সংখ্যা বাড়ছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) অনুসারে, গত বছর ইউপিআই লেনদেনের সংখ্যা বছরের শেষ নাগাদ ১১৮ বিলিয়ন পৌঁছেছে। যার দরুণ ব্যাঙ্কের পকেট থেকে মোটা টাকা খসছে। যার দরুণ পেটিএম, ফোনপে এবং গুগল পে-র মতো দেশের শীর্ষস্থানীয় ইউপিআই অ্যাপগুলি ইউপিআই লাইটের প্রচার করছে। যার দরুণ, ৫০০ টাকা পর্যন্ত পেমেন্টে কোনও পাসওয়ার্ড বা পিনের প্রয়োজন পড়বে না, ব্যাঙ্ককেও টাকাও সাশ্রয় হবে।