Assam new IIM: ‘মোদীর উপহার’, অসমে নতুন আইআইএম, বিরাট খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী

অসমের রাজধানী গুয়াহাটির কাছে একটি নতুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) স্থাপনের প্রস্তাব কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অনুমোদন করেছে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রস্তাব দিয়েছেন। আর সেটাই মান্যতা পেল এবার। অসমের কামরূপ জেলার মারাভিটায় নতুন আইআইএম স্থাপন করা হবে। ভোটগণনার আগেই এল বিরাট খুশির খবর। অসম শুধু নয় পাশের রাজ্য বাংলার ক্ষেত্রেও এটা একটা খুশির খবর। 

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার এক্স (আগের টুইটার) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ‘২০২৩ সালে আমাদের অনুরোধের পরে, প্রধানমন্ত্রী মোদী গুয়াহাটির কাছে একটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অনুমোদন করে অসমের জনগণকে একটি বিশেষ উপহার দিয়েছেন, এটি আইআইটি, এইমস, জাতীয় আইন বিশ্ববিদ্যালয় এবং এখন আইআইএম রয়েছে এমন কয়েকটি শহরের মধ্যে একটি বলে বিবেচিত হবে। পোস্টে আরও লেখা হয়েছে, ’গত ১৮ মাস ধরে আমরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং শিক্ষা মন্ত্রকের কাছে একটি শক্তিশালী মামলা উপস্থাপন করেছি। অসম এই প্রচেষ্টার জন্য প্রধান জমি এবং লজিস্টিক সহায়তার প্রস্তাব দিয়েছিল। এখন আইআইএম আহমেদাবাদ গুয়াহাটিতে আসন্ন আইআইএম-এ মেন্টরিং করবে।

 

হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ করেছেন যে অসমে একটি আইআইএম স্থাপন গেম চেঞ্জার হবে, রাজ্যটিকে পূর্ব ভারতের একটি শিক্ষার কেন্দ্র হিসাবে গড়ে তুলবে এবং বাসিন্দাদের তাদের অর্থনৈতিক আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করবে।

 

হিমন্ত বিশ্ব শর্মা এই প্রিমিয়ার প্রতিষ্ঠানগুলিকে নিজেদের মধ্যে সহযোগিতা করার কথা ভাবছেন। আইআইএম (অসম) প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বহুমুখী শিক্ষার শক্তি উন্মোচিত হবে বলে তিনি মতামত দিয়েছেন।

অসমের মুখ্যমন্ত্রী মোদীর প্রশংসা করে বলেন, ‘এই ঘটনা ডবল ইঞ্জিন সরকারের শক্তিকেই তুলে ধরেছে। কেন্দ্রের বিজেপি শাসিত সরকারকে কৃতিত্ব দিয়ে তিনি বলেন, ’চিঠিগুলি থেকে স্পষ্ট, ধারণা থেকে বাস্তবায়নে দ্রুত রূপান্তর একটি ডবল ইঞ্জিন সরকারের শক্তিকে প্রতিফলিত করে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

রাজ্য সরকার যে চারটি প্লটকে চিহ্নিত করেছে, তার মধ্যে মারাভিতার জমি বেছে নিয়েছে সাইট সিলেকশন কমিটি। অসম সরকারের উচ্চশিক্ষা বিভাগ ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখের একটি চিঠিতে সাইট নির্বাচন কমিটির সুপারিশ রাজ্যের গ্রহণযোগ্যতার বিষয়টি নিশ্চিত করেছে। পরবর্তীকালে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন আইআইএম তৈরির জন্য নীতিগত অনুমোদন দেন এবং আইআইএম আহমেদাবাদকে এই উদ্যোগের জন্য পরামর্শদাতা প্রতিষ্ঠান হিসাবে নিযুক্ত করেন।