Hardik Pandya admits he is going through difficult times but vows to keep on fighting

নয়াদিল্লি: সাম্প্রতিক সময়টা হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) জন্য একেবারেই ভাল কাটছে না। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের পয়েন্ট টেবিলে সবার নীচে শেষ করে। হার্দিকের নিজের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। শুধু কেরিয়ারের দিক থেকে নয়, তাঁর ব্যক্তিগত জীবনও বর্তমানে শিরোনামে উঠে আসছে। খবর অনুযায়ী তাঁর স্ত্রী নাতাশার সঙ্গে হার্দিকের বিবাহবিচ্ছেদ ঘটতে চলেছে। হার্দিক নিজেই মেনে নিচ্ছেন যে তাঁর জন্য সময়টা ভাল কাটছে না। তবে তিনি ময়দান ছাড়তে নারাজ।

হার্দিকের মতে লড়াই না করলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছনো যায় না। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি যে সবসময় লড়াই করে যাওয়া উচিত। অনেক সময়ই জীবন আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। তবে সেই লড়াই থেকে সরে গেলে খেলার ময়দানে আমরা কখনই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারব না। হ্যাঁ, পরিস্থিতি সত্যি বলতে বর্তমানে বেশ কঠিনই। তবে নির্দিষ্ট একটা প্রক্রিয়া মেনে চলতে আমি বিশ্বাস করি। আগে যে পদ্ধতিতে সবকিছু করতাম সেইভাবেই বর্তমানে আবার সব করার চেষ্টা করছি। তবে এগুলো তো জীবনের অঙ্গ। ভাল, খারাপ দুই সময়ই আসে, আবার চলেও যায়। ঠিক আছে। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আমায় আগেও যেতে হয়েছে এবং আগের মতো ফের একবার এই পরিস্থিতি কাটিয়ে উঠব আমি।’

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতির ফাঁকেই অভিনব গল্ফে মাতলেন পন্থ-সূর্যকুমার যাদব 

আরও দেখুন