Modi Chairs Meeting: ভোটের ফলাফলের ২ দিন আগে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে মোদী! চর্চায় তাপপ্রবাহ, বর্ষা-প্রস্তুতি

দেশের একপ্রান্তে তীব্র তাপপ্রবাহ। অন্যদিকে, সাইক্লোন রেমালের দাপটে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে বহু এলাকা। তাপপ্রবাহের জেরে অসুস্থতা থেকে সাইক্লোন, দুই দুর্যোগের ফলা কেড়েছে বহু প্রাণ। তারই মাঝে, এদিন দেশে গরমের পরিস্থিতি ও আসন্ন বর্ষা নিয়ে প্রস্তুতি সম্পর্কে পর্যালোচনায় বসলেন প্রধানমন্ত্রী। রবিবার দিল্লিতে একটি উচ্চস্তরীয় বৈঠকে বহু তাবড় আমলাদের সঙ্গে তিনি বৈঠকে বসেন।

লোকসভা ভোটের ফলাফল ৪ জুন। ভোটের ফলাফল আসতে আর ২ রাতের অপেক্ষা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। তারই মধ্যে ‘ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’,’ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট’ এর অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন মোদী। এদিন তিনি পর্যালোচনা করে দেখেন দেশের তাপপ্রবাহ ঘিরে গরমের পরিস্থিতি। পাশাপাশি বৈঠকে পর্যালোচনা চলে আসন্ন বর্ষা নিয়ে কতটা প্রস্তুতি রয়েছে প্রশাসনিক দিক থেকে, তা নিয়ে। উল্লেখ্য, কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছিল সাইক্লোন রেমাল। তার জেরে বাংলার বিস্তীর্ণ ভূভাগে ক্ষতির প্রভাব পড়ে। এদিকে, উত্তর পূর্বের রাজ্যেও সাইক্লোন রেমাল আছড়ে পড়তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রভাব পড়ে ওড়িশাতেও। সেই পরিস্থিতি নিয়ে এদিন বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

( Arunachal Vote Result: ‘মোদীর কাজের জন্য মানুষের ভালোবাসা…’, অরুণাচলে হ্যাটট্রিক BJPর, ‘ঐতিহাসিক’ জয়ে আপ্লুত CM পেমা)

( Hyderabad Capital of Telangana: হায়দরাবাদ আজ থেকে আর অন্ধ্রপ্রদেশের রাজধানী নয়! শহর এখন কোন রাজ্যের?)

বৈঠকে রেমাল কবলিত এলাকাগুলি সম্পর্কে অবহিত করা হয় প্রধানমন্ত্রী মোদীকে। এদিকে, প্রধানমন্ত্রীর দফতরের তরফে আসা তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, বৈঠকে মোদী আস্বস্ত করেছেন যে, যে সমস্ত এলাকা রেমালের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলির পাশে থাকবে কেন্দ্র। সেখানে কেন্দ্রের পূর্ণ সহায়তা মিলবে বলে জানানো হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রককে তিনি নির্দেশ দিয়েছেন যে, যাতে তারা পরিস্থিতির ওপর নজর রাখে। এলাকাগুলিতে পুনর্বাসন সংক্রান্ত কোনও রকমের সহযোগিতা লাগবে কি না সেদিকে খেয়াল রাখার কথা বলেছেন মোদী। প্রতিনিয়তই এই পর্যালোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর অফিসের তরফে বলা হয়েছে,’ মিজোরাম, আসাম, মণিপুর, মেঘালয় ও ত্রিপুরায় ভূমিধস ও বন্যার কারণে মানুষের প্রাণহানি এবং ঘরবাড়ি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির বিষয়েও আলোচনা হয়েছে।’ এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের ক্ষতিপূরণের ঘোষমা শনিবারই করেছেন মোদী। এরপর এই হাইভোল্টেজ বৈঠক বসে দিল্লিতে।