Postal Ballots: ‘আগে পোস্টাল ব্যালট গুনে ফলাফল ঘোষণা করতে হবে, তারপর…’কমিশনে বড় দাবি করল ইন্ডিয়া জোট

৪ জুন লোকসভা ভোটের গণনা। তার আগে ফের নির্বাচন কমিশনে চিঠি দিল ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের তরফে সাংসদ রণদীপ সিং সূর্যওয়ালা এই চিঠি দিয়েছেন। ইন্ডিয়া জোটের তরফে মূলত পোস্টাল ব্যালট গণনা নিয়ে একটি বড় অনুরোধ করা হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে গণনার প্রথম ৩০ মিনিটের মধ্যে সমস্ত পোস্টাল ব্যালট গুণে ফেলতে হবে। তারপর ইভিএম ভোটের সমস্ত ফাইনাল রাউন্ড গণনার আগে এই পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করত হবে। চিঠি দিয়ে অনুরোধ করেছে ইন্ডিয়া জোট। 

মূলত বিরোধীদের পক্ষ থেকে এই অনুরোধ করা হয়েছে। সেখানে পোস্টাল ব্য়ালট নিয়ে বড়সর অনুরোধ করা হয়েছে। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের তরফে বলা হয়েছে, কমিশনকে অবিলম্বে একটি নির্দেশিকা জারির কথা বলা হয়েছে। সেক্ষেত্রে রিটার্নিং অফিসারকে প্রথমে পোস্টাল ব্যালট গণনার নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ইভিএমের ফাইনাল কাউন্টিংয়ের আগে এই পোস্টাল ব্যালট গণনার জন্য় অনুরোধ করা হয়েছে। 

সেই সঙ্গেই ইন্ডিয়া জোটের দলগুলির প্রতিনিধিরা এনিয়ে ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে দেখাও করেছেন। তাদের দাবি মূলত যেটা করা হয় যে ইভিএমে যত ভোট পড়েছে সেটা প্রথম গণনা করা হয়। এরপর ইভিএমের ভোটের ফলাফল ঘোষণা করার পরে পোস্টাল ব্যালটের ভোট গণনা করার একটা রেওয়াজ রয়েছে। তবে ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের দাবি আগে প্রথম আধ ঘণ্টায় পোস্টাল ব্যালটের ভোট গণনা করে তার ফলাফল ঘোষণা করতে হবে। 

কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি জানিয়েছেন, ৫৪ এ রুলে বলা আছে যে আগে পোস্টাল ব্যালটের ভোট গুনতে হবে। এমনকী ২০১৯ সালে কমিশনের তরফেও বিষয়টিতে জোর দেওয়া হয়েছিল। কংগ্রেস নেতার দাবি, পোস্টাল ব্যালট আগে ঘোষণা করতে হবে। তারপর ইভিএম খুলতে হবে। আগে পোস্টাল ব্যালট গুনে ঘোষণা করে তারপর ইভিএমের ভোট ঘোষণা করতে হবে। 

কংগ্রেস নেতা জানিয়েছেন, আপনি একটি রুলকে কেবলমাত্র গাইডলাইন বা চিঠি দিয়ে বদলাতে পারেন না। এটা কিন্তু একটা বিরাট নিয়ম ভঙ্গের শামিল হয়ে যেতে পারে। 

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, কোনও একটা রাজ্য়ে ইভিএমে কত ভোট পড়ল আর পোস্টাল ব্যালটে কত ভোট পড়ল তার মধ্য়ে অনেক ফারাক হতে  পারে।  তবে কমিশন শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় সেটাই এবার দেখার।