Anrich Nortje shines with the ball ICC T20 World Cup 2024 South Africa beat Sri Lanka by 6 wickets

নিউ ইয়র্ক: দুরন্তভাবে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) অভিযান শুরু করল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে কার্যত উড়িয়ে দিয়ে ২২ বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল প্রোটিয়া শিবির। দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত গড়ে দেন দলের ফাস্ট বোলাররাই। আনরিখ নরকিয়া চার, কাগিসো রাবাদা দুই উইকেট নেন। ৭৭ রানেই অল আউট হয়ে যায় লঙ্কান শিবির। জবাবে খানিকটা কষ্ট করতে হলেও, জিতে নেয় প্রোটিয়া শিবির।

আরও দেখুন