Billionaire Rupert Murdoch: পঞ্চমবার বিয়ে করলেন ৯৩ বছরের মিডিয়া সম্রাট রুপার্ট মারডক

বিয়ের আবার বয়স হয় নাকি! ৯৩ বছর বয়সে এসে পঞ্চম বিবাহ সারলেন মতো মার্কিন বিলিয়নেয়ার রুপার্ট মারডক। মারডকের মোট সম্পত্তির পরিমাণ এখন ১৯৯০ কোটি মার্কিন ডলার। রাশিয়ান বংশোদ্ভূত জীববিজ্ঞানী এলেনা ঝুকোভাকে বিয়ে করেছেন তিনি। জুকোভা রুপার্টের চেয়ে ২৬ বছরের ছোট। তাঁর বয়স এখন ৬৭ বছর। মাত্র তিন মাস আগে বাগদানের ঘোষণার পর শনিবার ক্যালিফোর্নিয়ায় বিয়ে করেছেন দুজনে।

  • ২০২২ সালে ডিভোর্স হয়েছিল মারডকের

রুপার্ট মারডক এর আগে ২০১৬ সালে মডেল এবং অভিনেত্রী জেরি হলকে বিয়ে করেছিলেন। ছয় বছর পর ২০২২ সালে তাঁদের দুজনের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। একই সময়ে, মারডকেরর আগে বিলিয়নেয়ার এবং রাশিয়ান রাজনীতিবিদ আলেকজান্ডারমে বিয়েকে করেছিলেন ঝুকোভাks। তাদের দুজনের একটি কন্যা সন্তান, দশাও রয়েছে। দশার জন্মের তিন বছর পর ১৯৮৪ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল।

  • রুপার্ট মারডকের স্ত্রী, একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট থেকে শুরু করে একজন রিপোর্টার হিসেবে কাজ করেছিলেন

তিনি ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকারের সঙ্গে প্রথম বিয়ে করেছিলেন। চার বছর পর, ১৯৬০ সালে তাঁদের দুজনের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। মারডক তখন তাঁর দ্বিতীয় স্ত্রী আনা টরভের সঙ্গে ত্রিশ বছরেরও বেশি সময় ধরে বিয়ের বন্ধনে আবদ্ধ ছিলেন। আন্না টরভ পত্রিকার রিপোর্টার ছিলেন। ১৯৯৯ সালে উভয়েরই বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। কয়েক মাস পরে, মারডক ওয়েন্ডি ডেংকে বিয়ে করেছিলে। ২০১৩ সালে শেষ হয়েছিল সেই বন্ধন। এরপর চতুর্থবারের মতো, তিনি ২০১৬ সালে মডেল জেরি হলকে বিয়ে করেছিলেন। মারডক আগের চার বিবাহ থেকে ছয় সন্তান রয়েছে।

  • রুপার্ট মারডক আসলে কে

মারডক ১৯৩১ সালে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু বর্তমানে তিনি একজন আমেরিকান নাগরিক। ১৯৫২ সালে পিতার মৃত্যুর পর, তিনি ২২ বছর বয়সে অস্ট্রেলিয়া নিউজ লিমিটেডের এমডি পদে উন্নীত হয়েছিলেন। এরপর ৫০ ও ৬০-এর দশকে তিনি মিডিয়া ব্যবসার দ্রুত প্রসার ঘটিয়েছিলেন। মারডক আমেরিকা, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের বড় বড় সংবাদপত্র ও চ্যানেলের মালিক।

ম্যাডর্ক বিখ্যাত দ্য টাইমস, সানডে টাইমস, দ্য সান সহ ব্রিটেনের অনেক সংবাদপত্রেরও মালিক। আমেরিকায়, তিনি ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক পোস্ট, ডাও জোন্স লোকাল মিডিয়া গ্রুপ, সেভেন নিউজ ইনফরমেশন সার্ভিসেস, ফক্স টিভি গ্রুপ এবং স্কাই ইতালিয়ারও মালিক। মারডকের টুয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি ফক্স ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির একটি বিখ্যাত কোম্পানি। বিখ্যাত স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টস, বিখ্যাত টিভি চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফিক এবং ব্রিটিশ স্কাই ব্রডকাস্টারেও তাঁর শেয়ার রয়েছে। ২০১৩ সালে ফোর্বস তার ধনী আমেরিকানদের তালিকায় মারডককে ৩৩ নম্বরে স্থান দিয়েছিল।