David Wiese excels with bat and ball as Namibia beat Oman in ICC T20 World Cup 2024 after thrilling super over

বার্বাডোজ়: অভিজ্ঞতার বিকল্প হয় না। কথাটা আবারও প্রমাণ করে দিলেন ডেভিড উইজ়া (David Wiese)। ব্যাটে, বলে ওমানের বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করে টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) নামিবিয়াকে জয় এলে দিলেন প্রাক্তন নাইট তারকা। নির্ধারিত ২০ ওভারে বল হাতে উইজ়া তিন উইকেট তো নেনই, পাশাপাশি সুপার ওভারে ব্যাট হাতে প্রথমে ১৩ রান করেন এবং তারপর বলে মাত্র ১০ রান খরচ করে দলের জয় সুনিশ্চিত করেন। ওমানের হয়ে মেহরান খানের দুরন্ত লড়াই জলেই গেল।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নামিবিয়া। তবে তাতে ওমানের অধিনায়ক আকিব ইলিয়াস খুব একটা হতাশ হননি। তিনি বরং শুরুতে বল ভালভাবে ব্যাটে আসবে বলে খুশিই ছিলেন। তবে রুবেন ট্রাম্পেলম্যান কিন্তু সেইসব পরিকল্পনায় জল ঢেলে দেন। ইনিংসের প্রথম বলেই নিখুঁত ইয়র্কারে তিনি কাশ্যপ প্রজাপতিকে আউট করেন। পরের বলে ফের এক ইয়র্কার এবং এবার ইলিয়াসকে এলবিডব্লু করেন ট্রাম্পেলম্যান। খাতা খোলার আগেই দুই উইকেট হারিয়ে ফেলে ওমান। নিজের পরের ওভারে আরেক সাফল্য পান বাঁ-হাতি নামিবিয়ান ফাস্ট বোলার। পাওয়ার প্লেতে অভিজ্ঞ জিশান মাকসুদ কোনওরকমে ইনিংস এঘিয়ে নিয়ে যান। তবে তিনিও ২০ বলে ২২ রানে বার্নার্ড শল্টসের বলে সাজঘরে ফেরেন। 

খালিদ কাইল এবং খানিক লড়াই করলেও, তাঁর গোটা ইনিংসে স্ট্রাইক রেট ১০০-রও কম ছিল। ১০ থেকে ১৭তম ওভারে মোট ৪৪ বলে ওমান কোনও বাউন্ডারিই মারতে পারেনি। শেষমেশ ১০৯ রানেই অল আউট হয়ে যায় ওমান। ট্রাম্পেলম্যান চার, উইজ়া তিন এবং জেরহার্ড ইরাসমাস দুই উইকেট নেন। ১১০ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না। তবে ইনিংসের দ্বিতীয় বলেই মাইকেল ভ্যান লিঙ্গেন খাতা খোলার আগেই তাঁকে আউট করেন বিলাল খান। নিকোলাস ফ্রাইলিঙ্কের সঙ্গে নিকোলাস ডাভিস দ্বিতীয় উইকেটে ৪২ রান যোগ করেন। তবে রানের গতি ছিল খুবই কম। অধিনায়ক ইরামসাসও তা বাড়াতে পারেননি। 

ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য নামিবিয়ার পাঁচ রানের প্রয়োজন ছিল। তবে ওভারের প্রথম বলেই সেট ফ্রাইলিঙ্ককে ৪৫ রানে মেহরান খান। শেষ ওভারে মাত্র চার রান খরচ করে দুই উইকেট তুলে নেন তিনি। ১২ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আবারও সুপার ওভারে গড়ায়। সেই সুপার ওভারে বিলাল খানের গতির লাভ তোলেন উইজ়া এবং ইরাসমাস। তাঁর বিরুদ্ধে ২১ রান উঠে সুপার ওভারে। ওমানের নাসিম খুশি বড় শট হাঁকানোয় পটু হলেও, উইজ়া তাঁর বিরুদ্ধে মাত্র ১০ রান দিয়ে ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয়। তার আগে ব্যাট হাতে চার বলে ১৩ রান করেন তিনি। তাঁকেই ম্যাচের সেরা নির্বাচিত করা হয়।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ দেখতেই চান না আইপিএলে সফল তারকা, কিন্তু কেন? 

আরও দেখুন