আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থককে জরিমানা

বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে মটরসাইকেল প্রতীকের প্রার্থী এলমান আহমেদ সুহাদ তালুকদার সমর্থকদের অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দের শতাধিক মোটরসাইকেল নিয়ে গণ সংযোগ করায় এ জরিমানা করা হয়।

সোমবার (৩ মে) আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের বাজার এলাকায় নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি আমতলী বরগুনা হিসেবে মোঃ তারেক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পান তিনি।

জানা গেছে, আমতলী উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে মটর সাইকেল প্রতীকের প্রার্থী সমর্থকরা দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে গণ সংযোগ করেন।দায়িত্ব পালনকালে বিষয়টি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসানের নজরে এলে জনসংযোগে দায়িত্বে থাকা মোটরসাইকেল প্রতীকের শাকুর নামে এক সমর্থককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসান বলেন, আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক প্রার্থী সমর্থক কে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর আগে অপর এক প্রার্থীকে প্রতীক বরাদ্দের পূর্বে মোটরসাইকেলে গণসংযোগ করার দায়ে উট প্রতীকের এক সমর্থককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত।



সালাউদ্দিন/সাএ