কিডনি প্রতিস্থাপনে বড় ভুল! রাজস্থানের এক হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল

রাজস্থানে চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর ভালো কিডনি কেটে বাদ দেওয়ার ঘটনায় হাসপাতালের নিবন্ধন বাতিল হয়েছে। রাজস্থানের ঝুনঝুনুর ধনকর হাসপাতালে একজন ডাক্তার একজন মহিলা রোগীর ডান কিডনির পরিবর্তে বাম কিডনি অপসারণ করে ফেলেন। রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রাজস্থান সরকার। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়। রাজস্থানের চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব শুভ্র সিং বলেছেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগ হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। হাসপাতালের ক্লিনিকাল প্রতিষ্ঠানের নিবন্ধন তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।’

রাজস্থান সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। অনেকেই দাবি করেছেন যে এই ধরণের ঘটনা আর কখনো ঘটতে না দেওয়ার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। চিকিৎসকদের আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে। এই ঘটনা রাজস্থানের চিকিৎসা ব্যবস্থার নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে। রোগীদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের অধিকার সম্পর্কে জ্ঞান প্রদানের মাধ্যমে এই ধরণের ঘটনা রোধ করা সম্ভব।সরকারের উচিত আরও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করা যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। 

আরও একটি ভুল অস্ত্রোপচারের ঘটনা কেরল রাজ্যে ঘটেছে। সেখানে এক চার বছর বয়সি মেয়ের ভুল অস্ত্রোপচার করা হয়। আইএএনএস সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, তাঁর হাতে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। রাজস্থান প্রশাসনের তরফে স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিব শুভ্রা সিং বলেন, এটি যথেষ্ট গুরুতর একটি ঘটনা। তাই হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হল। হাসপাতালটিকে বিভিন্ন সরকারি সুযোগসুবিধা থেকেও বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন শুভ্রা সিং। পাশাপাশি একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হচ্ছে। এই কমিটিই পুরো ব্যাপারটি খতিয়ে তদন্ত করবে।