Lok Sabha Election Results Bengal LIVE: ৪২-এ কত? বঙ্গের ভোটযুদ্ধের গণনা একটু পরে

Lok Sabha Election Results Bengal Live Updates: বিয়াল্লিশে কত? সেই উত্তরটা মিলতে চলেছে এবার। অর্থাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে আজ। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল আটটা থেকে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের গণনা শুরু হবে। প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালটের। তারপর খোলা হবে ইভিএম। মোটামুটি সকাল সাড়ে ন’টা থেকে প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করবে। বেলা ১২টার মধ্যে মোটামুটি ট্রেন্ড পরিষ্কার হয়ে যাবে। আর তখন কার মুখে হাসি ফুটবে? ২০১৯ সালের থেকে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পাবে? নাকি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ‘ধাক্কা’ কাটিয়ে তৃণমূলকে খাদের কিনারায় ঠেলে দেবে বিজেপি? নাকি ডার্কহর্স হিসেবে বাজিমাত করবে বাম-কংগ্রেস? পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের ভোটগণনা সংক্রান্ত টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।

04 Jun 2024, 05:42:19 AM IST

Lok Sabha Election Results Bengal Live Updates: গড়ে ১৭ রাউন্ডের গণনা, ভাগ্যনির্ধারণ ৫০৭ জন প্রার্থীর

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটগণনার জন্য অবজার্ভার, মাইক্রো অবজার্ভার-সহ পশ্চিমবঙ্গে ২৫,০০০-র বেশি ভোটকর্মী আছেন। রাজ্যের মোট ৫৫টি কেন্দ্রে গণনা হবে। মোট ৪১৮টি কাউন্টিং হল আছে। কাউন্টিং টেবিল আছে ৪,৯৪৪টি। স্ট্রংরুমের সংখ্যা হল ৩৯৪। আধিকারিকরা জানিয়েছেন যে গড়ে প্রতিটি কেন্দ্রে ১৭টি রাউন্ডের গণনা হবে। নির্ধারিত হবে ৫০৭ জন প্রার্থীর ভাগ্য। সর্বোচ্চ ২৩ রাউন্ড গণনা হবে। মোট পোস্টাল ব্যালটের সংখ্যা হল ৩,৩৭,৯৮১। পোস্টাল ব্যালটের জন্য ৮৬টি হল থাকছে।

04 Jun 2024, 05:34:23 AM IST

Lok Sabha Election Results Bengal Live: আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ইতিবৃত্ত

২০১৯ সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপি প্রার্থী জন বার্লা। জয়ের মার্জিন ছিল ২৪৩,৯৮৯। একটা সময় যে লোকসভা কেন্দ্রে আরএসপির একচ্ছত্র আধিপত্য ছিল, সেই কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রেই (তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট এবং নাগরাকাটা) ২০১৯ সালে লিড ছিল বিজেপির। ১৯৭৭ সাল থেকে আলিপুরদুয়ারে টানা ১০ বার জিতেছিল আরএসপি। ২০১৪ সালে সেই দাপটে ইতি টেনেছিল তৃণমূল কংগ্রেস। 

04 Jun 2024, 05:34:23 AM IST

Lok Sabha Election Results Bengal LIVE: ৪২-এ কত? বঙ্গের ভোটযুদ্ধের গণনা একটু পরে

Lok Sabha Election Results Bengal Live Updates: বিয়াল্লিশে কত? সেই উত্তরটা মিলতে চলেছে এবার। অর্থাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে আজ। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল আটটা থেকে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের গণনা শুরু হবে। প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালটের। তারপর খোলা হবে ইভিএম। মোটামুটি সকাল সাড়ে ন’টা থেকে প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করবে। বেলা ১২টার মধ্যে মোটামুটি ট্রেন্ড পরিষ্কার হয়ে যাবে। আর তখন কার মুখে হাসি ফুটবে? ২০১৯ সালের থেকে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পাবে? নাকি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ‘ধাক্কা’ কাটিয়ে তৃণমূলকে খাদের কিনারায় ঠেলে দেবে বিজেপি? নাকি ডার্কহর্স হিসেবে বাজিমাত করবে বাম-কংগ্রেস? 

04 Jun 2024, 05:34:24 AM IST

Lok Sabha Election Results Bengal Live: কোচবিহার লোকসভা কেন্দ্রের ইতিবৃত্ত

২০১৯ সালে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তাঁর জয়ের মার্জিন ছিল ৫৪,২৩১। একটা সময় কংগ্রেসের দুর্গ ছিল কোচবিহার। টানা ছ’বার কোচবিহারে জিতেছিল হাত শিবির। কিন্তু ১৯৭৭ সালে খেলা ঘুরে গিয়েছিল। শুরু হয়েছিল ফরওয়ার্ড ব্লকের জমানা। টানা ১০টি লোকসভা নির্বাচনে জিতেছিলেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থীরা। ২০১৯ সালে বিজেপির ঝুলিতে গিয়েছিল সেই আসন। কোচবিহার লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা আছে – মাথাভাঙা, শীতলখুচি, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, নাটাবাড়ি, সিতাই এবং দিনহাটা।