Lok sabha results 2024 live: ডায়মন্ড হারবারে গণনাকেন্দ্রে বিরোধীদের মারধর – হুমকির অভিযোগ, গণনা বয়কট বাম-BJPর

ডায়মন্ড হারবারে ভোটগণনায় ব্যাপক বেনিয়মের অভিযোগ তুলে গণনা বয়কট করল বিরোধীরা। অভিযোগ, মঙ্গলবার গণনা শুরুর সময় থেকে বিরোধী এজেন্টদের হুমকি ও ভয় দেখানো শুরু করে তৃণমূলের দুষ্কৃতীরা। গণনাকেন্দ্রের ভিতরে ছিনিয়ে নেওয়া হয় বিজেপির এজেন্টের পরিচয়পত্র। এর পর গণনাকেন্দ্রের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি। তার কিছুক্ষণ পর গণনাকেন্দ্র ছেড়েই চলে যান বাম প্রার্থী প্রতীকুর রহমানের এজেন্টরা।

আরও পড়ুন – মুর্শিদাবাদের ৩ আসনে জয়ের আশায় মঞ্চ বাঁধছেন অধীর, রক্ষা কি হবে বহরমপুরের কেল্লা?

পড়তে থাকুন – ফল যাই হোক জনমত মেনে নিন, হিংসা থেকে বিরত থাকুন, আবেদন রাজ্যপাল সিভি আনন্দ বোসের

বিজেপি প্রার্থীর দাবি, মঙ্গলবার গণনা শুরুর আগে থেকেই গণনাকেন্দ্রে বিশৃঙ্খলা চলছে। গণনাকেন্দ্রের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বিজেপির এজেন্টদের। বিজেপির এজেন্টদের মারধর করে বার করে দিচ্ছে তৃণমূলি দুষ্কৃতীরা। সেখানে হাজির কমিশনের প্রতিনিধিদের অভিযোগ জানালে তারা কোনও পদক্ষেপ করছেন না। অভিজিৎবাবু বলেন, আমি ২ বার নিজের এজেন্টদের ভিতরে ঢোকানোর চেষ্টা করেছি। কিন্তু পারিনি। গণনাকেন্দ্রের ভিতরে বিজেপি এজেন্টদের অকথ্য গালিগালাজ করা হচ্ছে।

বিজেপির এক এজেন্ট বলেন, আমি সকাল ৭টার আগে গণনাকেন্দ্রে চলে আসি। তখন আমার দলের অন্যান্য কর্মীরা আসেননি। আমি গণনাকেন্দ্রে ঢুকতেই আমার পরিচয়পত্র ছিনিয়ে নেয় তৃণমূল। এর পর কলার ধরে বলে, এটাকে সাইডে রাখ। পরে হিসাব হবে।

ওদিকে গণনায় বেনিয়মের অভিযোগে গণনা শুরুর ১ ঘণ্টার মধ্যে গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান বাম প্রার্থী ও এজেন্টরা।

আরও পড়ুন – সপ্তম দফাতেও বাড়ল ভোটদানের হার, দেখে নিন কোন কেন্দ্রে কত ভোট পড়ল

ডায়মন্ড হারবার কলেজে ওই কেন্দ্রের ৭টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা চলছে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি ও বাম প্রার্থী প্রতীকুর রহমান।