Loksabha Election Result: এগিয়ে কঙ্গনা, পিছিয়ে দেব! রবি কিষান-রচনা-অরুণ গোভিল সহ কোন তারকা প্রার্থীরা কোথায় দাঁড়িয়ে?

লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। আজই নির্ধারণ হয়ে যাবে এবার দিল্লির মসনদে বসছে কোন দল, সরকার গঠন করছে কারা। তার আগে প্রাথমিক ভাবে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এবার নির্বাচনে একাধিক তারকা প্রার্থী রয়েছেন। তাঁরা কোথায় কারা দাঁড়িয়ে আছেন?

আরও পড়ুন: এগিয়ে চলেছেন মহম্মদ সেলিম, টানটান স্নায়ুর লড়াই গণনা কেন্দ্রে, মুর্শিদাবাদে সফল জোট

তারকা প্রার্থীরা কে কোথায় দাঁড়িয়ে?

মান্ডি থেকে এবার বিজেপির হয়ে লড়াই করছেন কঙ্গনা রানাওয়াত। রাজনীতির ময়দানে ওয়া রেখেই চমক লাগাচ্ছেন বলিউডের কুইন। ২২ হাজার ভোটে বর্তমানে এগিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে অরুণ গোভিলও মিরাট কেন্দ্র থেকে এগিয়ে আছেন। বিজেপির আরেক প্রার্থী রবি কিষানও কিন্তু গোরখপুর কেন্দ্র থেকে এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বীদের তুলনায়। তবে পবন সিং কিন্তু হালে পানি পাননি। তিনি পিছিয়ে রয়েছেন। গুরুগ্রাম থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী রাজ বব্বর।

আরও পড়ুন: ওড়িশায় ক্রমশ এগোচ্ছে BJP! চাপে বাড়ছে BJD – র

আরও পড়ুন: ‘খোদ প্রধানমন্ত্রী নিজের আসনে পিছিয়ে.. এটা তো সবে ট্রেলার’, বলছেন কংগ্রেসের জয়রাম

রাজ্যের ক্ষেত্রেও কোথাও তৃণমূল কংগ্রেস কর্মীরা এগিয়ে। কোথাও আবার পিছিয়ে। রচনা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে লকেট চট্টোপাধ্যায়ের তুলনায় পিছিয়ে থাকলেও সম্প্রতি হুগলি কেন্দ্র থেকে তিনি এগিয়ে গেলেন। আসানসোল থেকে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা। তবে মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের থেকে বেশ অনেকটাই পিছিয়ে আছেন জুন মালিয়া। অন্যদিকে আবার যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্য, অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ছাপিয়ে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ।

বীরভূমে এগিয়ে তৃণমূল কংগ্রেস। শতাব্দী রায় সেখানে দেবতনু ভট্টাচার্যর থেকে এগিয়ে আছেন। ঘাটাল থেকে এগিয়ে আছেন হিরণ চট্টোপাধ্যায়। পিছিয়ে পড়েছেন তৃণমূলের দ ।

আরও পড়ুন: লোকসভা নির্বাচনের ফলাফল: কেরল এবং তামিলনাড়ুতে এগিয়ে ইন্ডিয়া জোট

আরও পড়ুন: ডায়মন্ড হারবারে গণনাকেন্দ্রে বিরোধীদের মারধর – হুমকির অভিযোগ, গণনা বয়কট বাম – BJP -র

ফলে এবারের লোকসভা নির্বাচনের ফলাফল যে বেশ চমকপ্রদ হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।