Chandrababu Naidu: ‘ধন্যবাদ মোদীজি, নতুন অন্ধ্রপ্রদেশ তৈরি করব,’ বিরাট জয় পেয়ে লিখলেন চন্দ্রবাবু

অন্ধ্রপ্রদেশে এনডিএর বিরাট জয় নিয়ে সেখানকার বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি একথা লিখেছিলেন। এবার মোদীর সেই টুইটকে তুলে ধরে এক্স হ্যান্ডেলে লিখলেন চন্দ্রবাবু নাইডু। তিনি লেখেন, ধন্যবাদ মোদীজি। অন্ধ্রপ্রদেশের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ। লোকসভা ও বিধানসভায় এনডিএর জয় নিয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অন্ধ্রপ্রদেশের মানুষ বিরাট জনাদেশ দিয়েছেন। আমাদের জোটের উপর এটা বিশ্বাস রাখার একটা নজির। আমরা আবার অন্ধ্রপ্রদেশকে তৈরি করব, এর সমৃদ্ধি পুনরুদ্ধার করব। লিখেছেন নাইডু।

চন্দ্রবাবু নাইডুর হাত ধরে অন্ধ্রপ্রদেশে বড় সাফল্য পেয়েছে এনডিএ। বিজেপি ও পবন কল্যানের জন সেনা পার্টির সঙ্গে গাটছড়া বেঁধে অনেকটাই এগিয়ে যায় টিডিপি। দক্ষিণের এই রাজ্যে ভালো ফল করছে এনডিএ। আর এই এনডিএ-কে নেতৃত্ব দিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু।

 

এদিকে অন্ধ্রপ্রদেশ বিধানসভা ভোটে টিডিপি ৮০টি আসনে জিতেছে বলে খবর। আরও ৫৪টি আসনে এগিয়ে আছে বলে খবর। জনসেনা পার্টির ২১টি আসন আছে। বিজেপির হাতে রয়েছে ৮টি আসন। সব মিলিয়ে ১৬৪টি আসন রয়েছে এনডিএর হাতে। YSRCP তারা ১১টি আসনে এগিয়ে রয়েছে।

সূত্রের খবর চন্দ্রবাবু নাইডু আগামী ৯ জুন মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসতে পারেন। তিনি ওইদিন শপথ নিতে পারেন বলে খবর। এদিকে এই ফলাফল সামনে আসার পরে জগন রেড্ডি কার্যত পরাজয় মেনে নেন। তিনি অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজিরের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিদায়ী মুখ্য়মন্ত্রী জানিয়ে দেন, কী যে ভুল হল বুঝলাম না। কিন্তু আমি মানুষের সেবা করে গিয়েছি। তবে যারা জিতলেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি।

ইতিমধ্যেই সূত্রের খবর, চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন। অন্ধ্রপ্রদেশে এই বিপুল জয় নিয়ে তিনি আলোচনা করেছেন বলে খবর।