Malda-Murshidabad Vote Result 2024: খান খান হল অধীর মিথ, গনি আবেগে ১ পেল কংগ্রেস, মালদা-মুর্শিদাবাদে ফের সবুজ ঝড়

মালদা আর মুর্শিদাবাদ বরাবরই কংগ্রসের গড় বলে পরিচিত। মালদা মানে একটি সময় ছিল গনি খানের খাসতালুক। সেই গনি আবেগ আছে এখনও। আর মুর্শিদাবাদ মানেই যে নামটা সবার আগে আসে তিনি হলেন অধীর চৌধুরী। কিন্তু ২০২৪-এর ভোটে পরাজিত হলেন সেই অধীরও। 

মালদা উত্তর- মালদা উত্তরে এবার ফের দাঁড়িয়েছিলেন বিজেপির খগেন মুর্মু। অন্যদিকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্য়ায়। দীর্ঘদিন এই রেঞ্জেই কর্মরত ছিলেন। হাতের তালুর মতো চেনেন গোটা এলাকা। কিন্তু তৃণমূল নেতৃত্বের একাংশ কতটা প্রসূনকে মেনে নিতে পেরেছিলেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে মোস্তাক আলমও ছিলেন কংগ্রেসের প্রার্থী। তবে ৭৭৭০৮ ভোটে জয়ী হয়েছেন খগেন মুর্মু। বাম ভোট কি এবারও বিজেপির ঝুলিতে গেল? ভোটের ফলাফল নিয়ে কাটাছেঁড়া চলছে মালদায়। 

মালদহ দক্ষিণ- রাজ্য়ের একমাত্র আসন যেখানে জয়ী হয়েছেন কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী। শিক্ষিত মানুষ। স্বচ্ছ ইমেজ। তার উপর গনি পরিবারের সদস্য। তিনি ১২৮৩৬৮ ভোটে জিতেছেন। পরাজিত বিজেপি প্রার্থী নির্ভয়া দিদি তথা শ্রীরূপা মিত্র চৌধুরী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দুটো ফ্য়াক্টর এখানে বড় কাজ করেছে। একটা হল সংখ্য়ালঘু ভোট। আর অন্যটি হল গনি খানের আবেগ। আর স্বচ্ছ ইমেজ, শিক্ষিত প্রার্থী হয়েও সেই আবেগ আর ভোটের অঙ্কে পিছিয়ে গেলেন তৃণমূলের শাহনওয়াজ আলি রাইহানও। 

বহরমপুর- অধীর চৌধুরীর গড় বলেই পরিচিত। কিন্তু সেখানেই  প্রাক্তন ক্রিকেটার ‘বহিরাগত’ ইউসুফ পাঠানের কাছে পরাজিত হলেন অধীর। ভেঙে খান খান হয়ে গেল অধীর মিথ। ইউসুফ জিতেছেন ৮৫০২২ ভোটে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবার অদ্ভূতভাবে নিজের গড়েই বার বার বিক্ষোভের মুখে, গো ব্যাক স্লোগানের মুখে পড়ছিলেন অধীর। বড্ড একলা লাগছিল তাঁকে। বার বার মেজাজ হারাচ্ছিলেন অধীর।  বিজেপিও পূর্ণ শক্তি দিয়ে তাঁকে পরাজিত করতে ঝাঁপিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত পরাজিত।

মুর্শিদাবাদ-ভাঙন, ভিনরাজ্যে চলে যাওয়া শ্রমিক পরিবারের সমস্যা সহ নানা সমস্য়ায় জর্জরিত মুর্শিদাবাদ। সেখান থেকেই জয়ী হলেন তৃণমূলের আবু তাহের খান। ১৬৪২১৫ ভোটে জয়ী। একসময় ছিলেন অধীরের ছায়াসঙ্গী। অনেকের মতে, গুরুর কাছে শেখা ভোট কৌশলকে পুরোদমে প্রয়োগ করেছিলেন আবু তাহের। সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম আর বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ কার্যত সবুজ ঝড়ে দাঁড়াতে পারলেন না। 

জঙ্গিপুর- জঙ্গিপুরে জিতলেন তৃণমূলের খলিলুর রহমান। ভোটের ব্যবধান ১১৬৬৩৭ ভোট। পরাজিত বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ। সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রটিকে কার্যত হারের খাতাতেই ধরে রেখেছিল বিজেপি।