Mamata Banerjee: দলের জয়ী প্রার্থীদের নিয়ে শনিবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা, ঠিক হবে রণকৌশল

মঙ্গলবার প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফল। ফল প্রকাশ হতে দেখা যায় রাজ্যে জয়ী হয়েছেন ২৯ জন তৃণমূল প্রার্থী। দলের জয়ী প্রার্থীদের নিয়ে শনিবার বিকেলে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হাজির থাকবেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন – মুসলিমরা চাকরি, পরিশ্রুত পানীয় জল, হাসপাতাল চান না, তারা চান শুধু তোষণ: শুভেন্দু

পড়তে থাকুন – কেউ যদি মনে করে থাকেন এই ফলে দুর্নীতি করার লাইসেন্স পেয়ে গেলেন, ভুল করছেন: শমীক

এবার তৃণমূলের জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। রাজনীতিতে আনকোরা রচনা বন্দ্যোপাধ্যায়ও জয়ী হয়েছেন। জয়ী হয়েছেন বেশ কয়েকজন বিধায়ক। তাদের মধ্যে রয়েছেন মন্ত্রী পার্থ ভৌমিকও। সেই সব আসনে পুনর্নির্বাচনে দলের রণনীতি কী হবে তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। সঙ্গে লোকসভা ভোটের ফলের বিশ্লেষণ করতে পারে তৃণমূল। শনিবার বিকেলের বৈঠকে দলের সমস্ত জয়ী প্রার্থীর উপস্থিতি বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন – লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই সন্দেশখালি নিয়ে মুখ খুললেন মমতা, বললেন…

সমস্ত পূর্বাভাসকে মিথ্যা প্রমাণিত করে লোকসভা নির্বাচনে ২৯টি আসন জিতেছে তৃণমূল। গত নির্বাচনে বিজেপির জেতা ১০টি আসনের দখল নিয়েছা তারা। উত্তরবঙ্গেও ফের খাতা তুলেছে ঘাসফুল শিবির। কোচবিহার আসনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীশীথ প্রামাণিককে পরাস্ত করেছে তারা। তবে ২৯টি আসন নিয়ে দিল্লি গেলেও এবারও বিরোধী আসনেই বসতে হবে তৃণমূূলকে।