PM Narendra Modi resigns: রাষ্ট্রপতি ভবনে গেলেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী পদ থেকে করলেন পদত্যাগ

রাষ্ট্রপতি ভবনে গিয়ে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রীতি মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ১৭তম লোকসভা ভেঙে দেওয়ার প্রস্তাব দিলেন তিনি। মোদীর পদত্যাগ পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। এই আবহে নয়া সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেল। আগামী ৮ জুন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন মোদী। এদিকে নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত মোদীকে দায়িত্ব সামাতে বললেন রাষ্ট্রপতি। (আরও পড়ুন: সরকার গড়বে বিজেপিই, তবে লোকসভার ফলে দেখা গেল কোন ৭ ‘চমকপ্রদ সমীকরণ’)

আরও পড়ুন: ৫২ থেকে একলাফে ৯৯, ২৪-এ BJP-র বিরুদ্ধে কংগ্রেসের স্ট্রাইকরেট কত?

আজ ক্যাবিনেটের বৈঠক ডাকা হয়েছিল। এরপর সংসদ বিষয়ক মন্ত্রী এই সংক্রান্ত ক্যাবিনেট নোট পাঠান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। সেই প্রস্তাব পেয়ে সপ্তদশ লোকসভা ভেঙে দেবেন রাষ্ট্রপতি। এদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে রাষ্ট্রপতিকে অষ্টাদশ লোকসভায় নির্বাচিন সাংসদদের পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হবে। এরপর নয়া লোকসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে। রীতি অনুযায়ী, রাষ্ট্রপতি সর্ববৃহৎ ভোট পূর্ববর্তী জোটকে সরকার গঠনের আহ্বান জানাবেন। এই ক্ষেত্রে ২৯২টি আসন জেতা এনডিএ-কে সেই আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি। এরপর লোকসভায় এনডিএ-কে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। এই সবের মাঝে ইন্ডিয়া জোট এনডিএ-তে ভাঙন ধরানোর চেষ্টা করতে পারে বলে ইঙ্গিত মিলেছে মল্লিকার্জুন খাড়গের গলায়।

আরও পড়ুন: মোদী ৩.০-তে বদলাবে ভারত? সংসদের আসন বৃদ্ধি থেকে ‘এক দেশ, এক ভোট’ কি আর হতে পারে

এরই মাঝে আজ এনডিএ-র দলগুলি বৈঠকে বসবে দিল্লিতে। এই আবহে ক্যাবিনেট বণ্টন নিয়ে আলোচনা হতে পারে সেখানে। এর আগে সরকার গঠন নিয়ে খানিকটা জল্পনা ছিল। নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিজেদের দিকে টানতে চেয়েছিল ইন্ডিয়া ব্লক। এমনকী নীতীশ আজ তেজস্বীর সঙ্গেই বিমানে করে দিল্লি যান। যারপরে জল্পনা আরও বাড়ে। তবে ওদিকে চন্দ্রবাবু সরাসরি জানিয়ে দেন, তিনি এনডিএ-তে আছেন। এই আবহে সংবাদ সংস্থা এএনআই দাবি করল, শনিবার মোদী শপথ নিতে পারেন।

আরও পড়ুন: কমেছে স্ট্রাইকরেট, লোকসভা ভোটে BJP’র ‘জয়রথে’ ব্রেক কষল যে ৫ অঙ্ক

উল্লেখ্য, গতকাল ভোটের ফল প্রকাশিত হতেই চিত্রটা স্পষ্ট হয়ে গিয়েছিলস। ২০১৪ এবং ২০১৯ সালের মতো এবার আর একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তবে লোকসভায় এখনও তারাই সর্ববৃহৎ দল। তাছাড়া জোটসঙ্গীদের নিয়ে ২৭২-এর ম্যাজিক ফিগার অনায়াসে পার করেছে গেরুয়া শিবির। এই আবহে বিজেপি সরকার গঠনের দাবি জানাতে চলেছে। এনডিএ শরিক জেডিইউ এবং টিডিপি-কে ইন্ডিয়া জোটে আনার চেষ্টা চলছে বলে দাবি করা হয়েছে বিভিন্ন রিপোর্টে। এরই মাঝে আবার টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে ফোন করে কথা বলেছেন খোদ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এই সবের মাঝেই বুধবার থেকে পরবর্তী সরকার গঠনের তোড়জোড় শুরু করতে চলেছে বিজেপি।