T20 World Cup: আইরিশদের বিরুদ্ধে মাঠে নামার আগেই নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন ভারতের চায়নাম্য়ান

<p style="text-align: justify;"><strong>নিউ ইয়র্ক:</strong> দেখতে দেখতে সেই দিন চলে এল। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারতীয় ক্রিকেট দল মাঠে নামতে চলেছে। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্য়াচে তারা মুখোমুখি হতে চলেছে আয়ারল্যান্ডের। আর মাঠে নামার আগেই নিজের লক্ষ্যস্থির করে ফেলেছেন দলের চায়নাম্য়ান কুলদীপ যাদব। বাঁহাতি লেগস্পিনার টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের ১৫ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। চাহালও দলে রয়েছেন। ফের একবার <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ে কুল-চা জুটি ফিরে এসেছেন। কতটা প্রভাব ফেলতে পারবেন তাঁরা বিশ্বকাপের মঞ্চে?&nbsp;</p>
<p style="text-align: justify;">কুলদীপ আইরিশদের বিরুদ্ধে ম্য়াচে নামার আগে বলছেন, ”আমি ভাবতেই পারিনি যে আবার একটা বিশ্বকাপ খেলতে পারব। দিল্লি ক্যাপিটালসে ২০২২ সালে যোগ দেওয়ার পর অনেকটা উন্নতি হয়। নিজের বোলিং স্কিলে অনেক বদল নিয়ে আসি। আমার একটা আত্মবিশ্বাসের প্রয়োজন ছিল। যখন আমি রিকি পন্টিংয়ের সঙ্গে কথা বলি, তখন উনি আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন যে আমাকে দলের প্রয়োজন। এছাড়াও সব ম্য়াচে যে আমি খেলব, সেই আত্মবিশ্বাসও উনিই দিয়েছিলেন। আমাকে বিভিন্ন সময়ে নানারকম উপদেশ দিয়েছিলেন পন্টিং। এছাড়া ঋষভ আমার ভাই, ও সবসময় আমার ওপর বিশ্বাস রেখেছিল। আমাকে সবসময় সমর্থন জুগিয়ে গিয়েছে ও।”</p>
<p style="text-align: justify;">প্রাক্তন অজি তারকা শেন ওয়াটসনের প্রশংসাও ঝড়ে পড়ল কুলদীপের গলায়। তিনি বলেন, ”আমি অনেকটা সময় কাটিয়েছিলাম ওয়াটসনের সঙ্গে। যখন খারাপ পারফর্মও হচ্ছিল, তখনও দীর্ঘ ঘণ্টার পর ঘণ্টা আমি ওয়াটসনের সঙ্গে আলোচনা সেরেছি। ২০২২-২৩ <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের সময় ওঁর ঘরে অনেকটা সময় আলোচনা হয়েছে আমার খেলা নিয়ে। সবকিছু সমস্যা ওঁর সামনে তুলে ধরতাম আমি। ওঁর সঙ্গে একটা দারুণ বন্ডিং হয়েছিল আমার। এখনও ওঁর অনেক উপদেশ আমি আমার ফোনে সেভ করে রেখেছি।”</p>