World Environment Day 2024 Date Theme Significance Know Why UNEP Choose This Theme This Year In Detail

World Environment Day 2024: পরিবেশ নিয়ে সচেতনতা প্রচারের উদ্দেশ্যেই পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিনটি উদযাপন করা হয় প্রতি বছর ৫ জুন। দিনটির শুরুয়াৎ অবশ্য হাল আমলে নয়। গত শতাব্দীর শেষভাগে ১৯৭২ সাল নাগাদ আয়োজিত হয়েছিল ইউনাইটেড নেশনস এনভারমেন্ট প্রোগ্রাম সেই প্রোগ্রামের অংশ হিসেবেই প্রথম শুরু হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day 2024) ১৯৭৩ সাল থেকে প্রতিবছর ৫ জুন এই দিনটি উদযাপন করা হচ্ছে।

বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা (World Environment Day 2024 Theme)

প্রতি বছরই আলাদা আলাদা থিম নিয়ে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। চলতি বছরেও রয়েছে তেমন একটি বিশেষ থিম‌। পরিবেশ দিবস পরিবেশের বিভিন্ন দুরবস্থার কথা তুলে ধরে। তেমনই ২০২৪ সালে মাটির দূষণ ও বদলের কথা তুলে ধরেছে রাষ্ট্রসংঘের এই এনভায়রনমেন্ট প্রোগ্রাম।

‘জমিহারা’ হওয়ার আশঙ্কা

মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে এই ভাবনা গড়ে তোলা হয়েছে। তার মধ্যে প্রথমেই রয়েছে ভূমি সংরক্ষণ। ক্রমাগত আবহাওয়ার পরিবর্তন ও জলবায়ু বিপর্যয়ের কারণে ভূমিরূপ বদলে যাচ্ছে ধীরে ধীরে। এই ভূমিক্ষয়ের কারণে বিশ্বের বহু মানুষ বিপদের সম্মুখীন হতে চলেছে। সেই বিষয়টি আরেকবার মনে করিয়ে দিতেই ভূমি সংরক্ষণকে পরিবেশ দিবসের মূল ভাবনা করে তোলা হয়েছে।

জমি দখল করছে মরুভূমি

এছাড়াও,আরও দুটি ভাবনাকে দিনটির সঙ্গে জুড়ে রাখা হয়েছে ২০২৪ সালের বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে। তাঁর একটি হল মরুভূমির ক্ষেত্রবৃদ্ধি রোধ। বাসযোগ্য় ভূমি কারাপ জলবায়ুর কবলে পড়ে দিন দিন নষ্টের মুখে। আর এর জেরেই বেড়ে চলেছে মরুভূমির আয়তন। যা আদতে বাসের অযোগ্য। মরুভূমির এই আয়তন বৃদ্ধি আরেকটি বড় বিপদের ইঙ্গিত। তাই এই ব্যাপারেও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

খরা ডেকে আনছে দারিদ্র

অন্যদিকে খরা রোধের কথাও বলা হচ্ছে একইভাবে। এর বড় কারণ খরাও জলবায়ু পরিবর্তনের প্রভাবেই দিন দিন বাড়ছে। যা থেকে শুধু মাটির ক্ষতি তা নয়। একই সঙ্গে ফসলের উৎপাদনকেও ব্যাহত করছে। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি থেকে দারিদ্র, অপুষ্টির মতো সমস্যাও বাড়ছে।

আরও পড়ুন – Hair Care Tips: চুল ঘন করবে ঘিয়ের পুষ্টি, কোন মিশ্রণে দ্রুত ফল ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন