WBJEE 2024 Result LIVE: জয়েন্টের প্রথম ২ জনই WBCHSE-র পড়ুয়া! বড় সাফল্য এল

WBJEE 2024 Result Live Updates: একটু পরেই রাজ্য জয়েন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে। সেই সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আধিকারিকরা জয়েন্ট পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানাবেন। প্রকাশ করা হবে মেধাতালিকা। তবে অনলাইনে রেজাল্ট জানার জন্য আরও ৯০ মিনিট অপেক্ষা করতে হবে। বিকেল চারটে থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন প্রার্থীরা। রাজ্য জয়েন্ট পরীক্ষার ফলাফল ঘোষণার লাইভ আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।

06 Jun 2024, 03:03:18 PM IST

WBJEE 2024 Result Live Updates: জয়েন্টের প্রথম তিনে কারা আছেন?

এবার রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন বাঁকুড়া জিলা স্কুলের পড়ুয়া কিংশুক পাত্র। দ্বিতীয় হয়েছেন শুভদীপ পাল। তিনি কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাইস্কুলের পড়ুয়া। তৃতীয় হলেন বিবশ্বন বিশ্বাস। তিনি কৃষ্ণনগরের বিশাল মোরো স্কুলের ছাত্র।

06 Jun 2024, 03:01:51 PM IST

WBJEE 2024 Result Live Updates: এবার জয়েন্টে বাড়ল পাশের হার

এবার জয়েন্টে পাশের হার হল ৯৯.৫৩ শতাংশ। গতবার পাশের হার ছিল ৯৯.৪ শতাংশ। অর্থাৎ  এবার রাজ্য জয়েন্ট পরীক্ষায় পাশের হার সামান্য বেড়েছে। তাঁরা ‘র‍্যাঙ্ক কার্ড’ পাবেন।

06 Jun 2024, 02:59:33 PM IST

WBJEE 2024 Result Live Updates: মোট কতজন পরীক্ষা দিয়েছিলেন?

মোট নথিভুক্ত প্রার্থী ছিলেন ১,৮২,৬৯৪ জন। যা গতবারের ১৪.২২ শতাংশ বেশি। 

06 Jun 2024, 02:55:36 PM IST

WBJEE 2024 Result Live Updates: কবে জয়েন্টের কাউন্সেলিং হবে?

কবে থেকে এবারের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। বুধবার সাংবাদিক বৈঠকে কাউন্সেলিংয়ের সম্ভাব্য সময় নিয়ে মুখ খুলতে চাননি রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। তিনি জানান যে কাউন্সেলিং যাতে দ্রুত করা যায়, সেজন্য যাবতীয় পদক্ষেপ করা হবে। তবে পুরোটা নির্ভর করছে তিনটি সংস্থার উপরে – অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিকাল এডুকেশনের (AICTE), কাউন্সিল অফ আর্কিটেকচার এবং ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া।

06 Jun 2024, 02:50:47 PM IST

WBJEE 2024 Result Live Updates: জয়েন্টের প্রথম দশে WBCHSE-র ৪ জন আছেন

এবার জয়েন্ট পরীক্ষার মেধাতালিকায় যাঁরা আছেন, তাঁদের মধ্যে চারজন হলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়া। গতবার তিনজন ছিলেন। চারজন হলেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) পড়ুয়া। বাকি দু’জন হলেন কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) পড়ুয়া।

06 Jun 2024, 02:40:40 PM IST

WBJEE 2024 Result Live Updates: ২০২৩-তে জয়েন্টে পাশের হার কত ছিল?

২০২৩ সালে রাজ্য জয়েন্ট পরীক্ষার পাশের হার ছিল ৯৯.৪ শতাংশ। একই স্কুলের দুই পড়ুয়া প্রথম এবং দ্বিতীয় স্থান করেছিলেন। তাঁরা দিল্লি পাবলিক স্কুলের পড়ুয়া ছিলেন। 

06 Jun 2024, 02:30:19 PM IST

WBJEE 2024 Result LIVE: জয়েন্টের রেজাল্ট! 

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশের জন্য সাংবাদিক বৈঠক শুরু করা হল। এখন সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হচ্ছে। জয়েন্ট পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানানো হচ্ছে। প্রকাশ করা হচ্ছে মেধাতালিকা। তবে অনলাইনে রেজাল্ট জানার জন্য আরও ৯০ মিনিট অপেক্ষা করতে হবে। রাজ্য জয়েন্ট পরীক্ষার ফলাফল ঘোষণার লাইভ আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।

06 Jun 2024, 02:20:18 PM IST

WBJEE 2024 Result Live Updates: কীভাবে রাজ্য জয়েন্ট পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন?

প্রথমেই প্রার্থীদের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in বা www.wbjeeb.in-তে যেতে হবে। সেখানে WBJEE 2024-র লিঙ্কে যেতে হবে প্রার্থীদের। সেখানে ক্লিক করে লগইন করতে হবে। সেখান থেকে ‘র‍্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করতে পারবেন।

06 Jun 2024, 02:13:52 PM IST

WBJEE 2024 Result Live Updates: এবার কি সংসদের পড়ুয়ার সংখ্যা বাড়বে মেধাতালিকায়?

২০২২ সাল এবং ২০২৩ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধাতালিকায় মাত্র তিনজন করে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়া ছিলেন। এবার কি মেধাতালিকায় উচ্চমাধ্যমিক সংসদের পড়ুয়াদের সংখ্যা বাড়বে? উত্তরটা মিলবে একটু পরে।

06 Jun 2024, 02:04:04 PM IST

WBJEE 2024 Result Live Updates: অনলাইনে কোথায় জয়েন্ট পরীক্ষার রেজাল্ট দেখা যাবে?

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in বা www.wbjeeb.in থেকে প্রার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন। যে ফলাফলের উপরই কিছুটা হলেও নির্ভর করবে তাঁদের ভবিষ্যৎ। রাজ্যের বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা আর্কিটেকচার বা ফার্মেসি ডিগ্রি কোর্সে ভরতি হতে পারবেন তাঁরা।

06 Jun 2024, 02:04:04 PM IST

WBJEE 2024 Result LIVE: একটু পরেই রাজ্য জয়েন্টের রেজাল্ট! কীভাবে ও কোথায় দেখবেন?

একটু পরেই রাজ্য জয়েন্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। দুপুর ২ টো ৩০ মিনিট থেকে সাংবাদিক বৈঠক শুরু করবেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আধিকারিকরা। জয়েন্ট পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানানো হবে। প্রকাশ করা হবে মেধাতালিকা। তবে অনলাইনে রেজাল্ট জানার জন্য আরও ৯০ মিনিট অপেক্ষা করতে হবে। 

Get Latest Updates on Bengal News, Elections Result, Lok Sabha Election 2024 Live, West Bengal Lok Sabha Elections Results 2024, along with Latest News and Top Headlines from Bengal and around the world.