হারল পাকিস্তান, বাবরকে ধুয়ে দিলেন ভারতের ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে যুক্তরাষ্ট্র। ডালাসে শাহিন শাহ আফ্রিদি-মোহাম্মদ আমির-হারিস রউফ কিংবা নাসিম শাহদের বোলিং তোপ সামলে পাকিস্তানের ১৫৯ রান তাড়ায় ম্যাচ সুপার ওভারে নিয়ে যায় দেশটি। সেখানে আমিরের এলোমেলো বোলিং শেষমেষ জয়ের আনন্দে ভাসে যুক্তরাষ্ট্র।

‘পুঁচকে’ যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন হারের পর স্বাভাকিভাবেই টুর্নামেন্টে পথটা কঠিন হয়ে গেল পাকিস্তানের। পরের ম্যাচে ভারতের বিপক্ষে হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘণ্টা বাজবে বাবর আজমদের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর দলটির সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। তবে সে সমালোচনার অধিকাংশই হচ্ছে বাবর আজমকে নিয়ে। এমনকি ভারতের ক্রিকেট বিশ্লেষকরাও ধুয়ে দিয়েছেন পাকিস্তান অধিনায়ককে।

ডালাসে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল পাকিস্তান। মাত্র ২৬ রানেই ৩ উইকেট হারিয়েছিল দলটি। ওপেনিংয়ে নামা বাবর আজম এক প্রান্তে টিকে থাকলেও যেন রানের জন্য রীতিমতো সংগ্রাম করছিলেন। মুখোমুখি প্রথম ২৩ বল থেকে মাত্র ৯ রান করেন বাবর। তখন পর্যন্ত বাউন্ডারি মারতে পারেননি একটিও। পরে অবশ্য হাত খুলেছেন। কিন্তু ৪৩ বলে ৪৪ রান করেই ফিরে গেছেন ড্রেসিংরুমে।

এমন মন্থর ইনিংসের জন্য বাবরকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বাবরের ইনিংসের সমালোচনায় তিনি লিখেছেন, ‘এমন ব্যাটিং সহায়ক উইকেটে ৪০ বলের বেশি খেলে আপনার স্ট্রাইকরেট ১০০। এটা কোনো ভাবেই দলকে সাহায্য করে না।’

পাঠানের মন্তব্যের সঙ্গে মিলে গেছে ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকর হার্শা ভোগলের মতামত। টুইটারে হার্শা লিখেছেন, ‘বাবর আজমের আমি অনেকগুলো ভালো ইনিংসের সাক্ষী আমি। ৪৩ বলে ৪৪ রানের ইনিংসটি সেগুলোর মধ্যে পড়ে না। এমন দুর্দান্ত উইকেটেও অদ্ভুতভাবে ওকে ছন্দহীন মনে হয়েছে।’



রার/সা.এ