TMC Councillor resigned: নিজের ওয়ার্ডে দলের ফল আশানুরুপ না হওয়ায় ইস্তফা দিলেন কলকাতার TMC কাউন্সিলর

ইস্তফা দিলেন কলকাতা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায়। শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম ও চেয়ারপার্সন মালা রায়কে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। কলকাতা উত্তর আসনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জয়ের পরেও কেন এমন সিদ্ধান্ত। বিজয় উপাধ্যায় বলেন, ভোটারদের জন্য এত কাজ করলাম তাও মাত্র এত অল্প ভোটের লিড? এই বয়সে আমার আর ভালো লাগছে না।

আরও পড়ুন – ভোটে হার, ‘ষড়যন্ত্রে’র গন্ধ’? প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ

পড়তে থাকুন – জ্যোতিপ্রিয়, জীবনের বিধানসভায় পিছিয়ে TMC, বিপুল ভোটে এগিয়ে থাকল পার্থ, মানিকের এলাকা

কলকাতা পুরসভার ২০ নম্বর ওয়ার্ড থেকে ২১৭ ভোটের লিড পেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ওই ওয়ার্ডেরই কাউন্সিলর সুদীপবাবু। শুক্রবার তিনি মেয়র ফিরহাদ হাকিম ও চেয়ারপার্সন মালা রায়কে ইস্তফাপত্র পাঠিয়েছেন। এর পরই তিনি বলেন, ‘ভোটারদের জন্য এত কাজ করলাম। হাত জোড় করে বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূলকে ভোট দিন। তার পরেও মাত্র ২১৭ ভোটের লিড? আমার পরিশ্রমের দাম দেননি ভোটাররা। তাই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

উত্তর কলকাতার রাজনীতিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী গোষ্ঠীর লোক বলে পরিচিত বিজয় উপাধ্যায়। ভোটের আগেও সুদীপের বিরুদ্ধে মুখ খুলতে শোনা গিয়েছিল তাঁকে। এহেন কাউন্সিলরের ইস্তফায় তৃণমূলের অন্দরে নানা জল্পনা শুরু হয়েছে। তবে কি বিজেপিতে যোগদানের পরিকল্পনা রয়েছে অবাঙালি এই কাউন্সিলরের?

আরও পড়ুন – হারের পর বিস্ফোরক দেবাংশু, দলের নেতাদের বিরুদ্ধেই উগরে দিলেন ক্ষোভ, কী বললেন?

কলকাতা উত্তর কেন্দ্রে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাপস রায়কে প্রার্থী করে বিজেপি। তাপস রায়ের হয়ে উত্তর কলকাতায় রোড শো করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরও প্রায় ৯৩ হাজার ভোটে সুদীপের কাছে হারেন তাপস।