খাগড়াছড়িতে পুলিশি অভিযানে বিদেশি মদসহ ৩ জন গ্রেপ্তার

খাগড়াছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১০৮টি বিদেশি মদের বোতল সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বালি বুঝাই ট্রলি গাড়িতে করে বস্তায় ভরে তা পানছড়ির সীমান্ত সড়ক দিয়ে বর্ডার ক্রস করে আনা হচ্ছিলো খাগড়াছড়িতে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন পানছড়ি উপজেলার দমদম এলাকার জামাল হোসেন (৪২), হাসান নগরের আবু সিদ্দিক (৩৫) ও জিয়া নগরের মোবারক হোসেন (২৮)।

শনিবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মুক্তা ধর।

পুলিশ জানায়, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ন রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪ লাখ টাকা মূল্যের বিদেশি ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, “জেলার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ন রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৪ লাখ টাকার অবৈধ মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মদ চোরাচালানের সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানায় ১টি মামলা রুজু করা হয়েছে। আসামিদের রিমান্ডে এনে জড়িতদের খোঁজে বের করা হবে বলে জানান তিনি।”



মুনতাসির/সাএ