Cancelled Local Trains in Sealdah: কাজের জন্য রবিতে ৯৮ লোকাল ট্রেন বাতিল শিয়ালদায়! কোন সময় ছাড়ত? রইল টাইমটেবিল

শুক্রবার স্রেফ ‘ট্রেলার’ ছিল। শনিবার সেটা পূর্ণদৈর্ঘ্যের সিনেমায় পরিণত হয়েছে। রবিবার তার থেকেও কি বেশি কিছু হবে? সেটার উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা। তবে শিয়ালদায় প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজের জন্য রবিবার ৯৮টি লোকাল ট্রেন বাতিল থাকছে। এমনিতে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে রবিবার দুপুর দুটো পর্যন্ত কাজ চলবে। তবে তারপরও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে কতদিন লাগবে, তা নিয়ে ধন্দে আছেন নিত্যযাত্রীরা। রবিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, সেই তালিকা দেখে নিন।

শিয়ালদা-ব্যারাকপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) ৩১২১৩ শিয়ালদা-ব্যারাকপুর গ্যালোপিং লোকাল: সকাল ৬ টা ৪৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ৩১২১৫ শিয়ালদা-ব্যারাকপুর গ্যালোপিং লোকাল: সকাল ৭ টা ৩৩ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৩) ৩১২১৭ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: সকাল ৭ টা ৪৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৪) ৩১২১৯ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: সকাল ৮ টায় শিয়ালদা থেকে ছাড়ে।

৫) ৩১২২১ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: সকাল ৮ টা ১৩ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৬) ৩১২২৫ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: সকাল ৯ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৭) ৩১২২৭ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: সকাল ৯ টা ২৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৮) ৩১২২৯ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: সকাল ৯ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৯) ৩১২৩১ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: সকাল ১০ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

১০) ৩১২৩৩ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: দুপুর ১ টে ৪২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে। 

১১) ৩১২৬১ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: বিকেল ৫ টে ৪৩ মিনিটে ছাড়ে।

১২) ৩১২৩৯ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

১৩) ৩১২১৪ ব্যারাকপুর-শিয়ালদা গ্যালোপিং লোকাল: সকাল ৭ টা ৪০ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।

১৪) ৩১২১৬ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: সকাল ৮ টা ২২ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।

১৫) ৩১২১৮ ব্যারাকপুর-শিয়ালদা গ্যালপিং লোকাল: সকাল ৮ টা ৩৫ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।

১৬) ৩১২২০ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: সকাল ৮ টা ৪৮ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।

১৭) ৩১২২২ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: সকাল ৯ টা ২ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।

১৮) ৩১২২৪ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: সকাল ৯ টা ৫৭ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।

১৯) ৩১২২৬ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: সকাল ১০ টা ১৬ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।

২০) ৩১২২৮ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: সকাল ১০ টা ৩০ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে। 

২১) ৩১২৩০ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: সকাল ১১ টায় ব্যারাকপুর থেকে ছাড়ে।

২২) ৩১২৩২ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: দুপুর ২ টো ৪২ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।

২৩) ৩১২৩৬ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।

২৪) ৩১২৩৮ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।

আরও পড়ুন: WB Rain Forecast till 14th June: মারাত্মক গরম চলবে এখন! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি নামবে কবে? কতদিন? 

শিয়ালদা-নৈহাটি শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) ৩১৪১১ শিয়ালদা-নৈহাটি গ্যালোপিং লোকাল: ভোর ৪ টে ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ৩১৪১৩ শিয়ালদা-নৈহাটি লোকাল: সকাল ৬ টা ৩৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৩) ৩১৪১৫ শিয়ালদা-নৈহাটি লোকাল: সকাল ৭ টা ৫২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৪) ৩১৪১৭ শিয়ালদা-নৈহাটি লোকাল: সকাল ৯ টা ৩৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৫) ৩১৪১৯ শিয়ালদা-নৈহাটি লোকাল: সকাল ১০ টা ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৬) ৩১৪২৩ শিয়ালদা-নৈহাটি লোকাল: বেলা ১২ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৭) ৩১৪২৫ শিয়ালদা-নৈহাটি লোকাল: দুপুর ১ টা ৭ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৮) ৩১৪২৯ শিয়ালদা-নৈহাটি লোকাল: দুপুর ৩ টে ৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৯) ৩১৪৩৫ শিয়ালদা-নৈহাটি লোকাল: সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

১০) ৩১৪৩৭ শিয়ালদা-নৈহাটি লোকাল: সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

১১) ৩১৪৩৯ শিয়ালদা-নৈহাটি লোকাল: সন্ধ্যা ৭ টা ৪২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

১২) ৩১৪৪৩ শিয়ালদা-নৈহাটি লোকাল: রাত ৯ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

১৩) ৩১৪৭১ নৈহাটি লোকাল: সকাল ৭ টা ১৫ মিনিটে ছাড়ে।

১৪) ৩১৪৪৫ শিয়ালদা-নৈহাটি লোকাল: রাত ১০ টা ২২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

১৫) ৩১৪১৪ নৈহাটি-শিয়ালদা লোকাল: ভোর ৪ টা ৫০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

১৬) ৩১৪১৬ নৈহাটি-শিয়ালদা লোকাল: সকাল ৭ টা ৫২ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

১৭) ৩১৪১৮ নৈহাটি-শিয়ালদা লোকাল: সকাল ৮ টা ৩০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

১৮) ৩১৪২০ নৈহাটি-শিয়ালদা লোকাল: সকাল ৯ টা ১০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

১৯) ৩১৪২৪ নৈহাটি-শিয়ালদা লোকাল: সকাল ১০ টা ৪৭ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

২০) ৩১৪২৬ নৈহাটি-শিয়ালদা লোকাল: বেলা ১২ টায় নৈহাটি থেকে ছাড়ে।

২১) ৩১৪৩২ নৈহাটি-শিয়ালদা লোকাল: দুপুর ১ টা ৪০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

২২) ৩১৪৩৪ নৈহাটি-শিয়ালদা লোকাল: দুপুর ২ টো ৫০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

২৩) ৩১৪৩৬ নৈহাটি-শিয়ালদা লোকাল: বিকেল ৫ টা ২২ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

২৪) ৩১৪৩৮ নৈহাটি-শিয়ালদা লোকাল: সকাল ৭ টা ২০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

২৫) ৩১৪৪০ নৈহাটি-শিয়ালদা লোকাল: সন্ধ্যা ৭ টা ৪৭ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

২৬) ৩১৪৪৪ নৈহাটি-শিয়ালদা লোকাল: রাত ৯ টা ৮ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

২৭) ৩১৪৪৬ নৈহাটি-শিয়ালদা লোকাল: রাত ৯ টা ৩৮ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

আরও পড়ুন: Man on petrol alternative: পেট্রোলের বিকল্প আবিষ্কার করায় US-র কোম্পানি মেরে ফেলতে পারে! ভারতে আশ্রয় চাইলেন ব্যক্তি

শিয়ালদা-রানাঘাট শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে? 

১) ৩১৬১৫ শিয়ালদা-রানাঘাট লোকাল: সকাল ৮ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ৩১৬১৭ শিয়ালদা-রানাঘাট লোকাল: সকাল ৮ টায় শিয়ালদা থেকে ছাড়ে।

৩) ৩১৬২৫ শিয়ালদা-রানাঘাট লোকাল: বিকেল ৪ টে ২৫ মিনিটে শিয়ালদা-রানাঘাট লোকাল:

৪) ৩১৬০১ শিয়ালদা-রানাঘাট মাতৃভূমি লোকাল: বিকেল ৫ টা ৫৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৫) ৩১৬২৭ শিয়ালদা-রানাঘাট-কৃষ্ণনগর সিটি লোকাল: রাত ৮ টা ২৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৬) ৩১৬২৯ শিয়ালদা-রানাঘাট লোকাল: রাত ১০ টা ৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৭) ৩১৬১২ রানাঘাট-শিয়ালদা লোকাল: ভোর ৪ টে ২০ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।

৮) ৩১৬০২ রানাঘাট-শিয়ালদা মাতৃভূমি লোকাল: সকাল ৭ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।

৯) ৩১৬২২ রানাঘাট-শিয়ালদা লোকাল: সকাল ১০ টা ১২ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।

১০) ৩১৬২৪ রানাঘাট-শিয়ালদা লোকাল: বেলা ১২ টা ৫০ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।

১১) ৩১৬২৮ রানাঘাট-শিয়ালদা গ্যালোপিং লোকাল: বিকেল ৫ টা ২৮ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।

১২) ৩১৬৩০ রানাঘাট-শিয়ালদা গ্যালোপিং লোকাল: সন্ধ্যা ৬ টা ৪২ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।

১৩) ৩১৬৩৪ রানাঘাট-শিয়ালদা গ্যালোপিং লোকাল: সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।

১৪) ৩১৬৩৬ রানাঘাট-শিয়ালদা গ্যালোপিং লোকাল: রাত ৯ টা ৩৭ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।

আরও পড়ুন: Vande Bharat Express average speed: ৩ বছরে বন্দে ভারতের গড় স্পিড কমল ৮ কিমি! ‘সেমি হাইস্পিড ট্রেন’-র গতি নামল ৭৬-তে

শিয়ালদা-কৃষ্ণনগর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) ৩১৮০১ শিয়ালদা-কৃষ্ণনগর মাতৃভূমি লোকাল: বিকেল ৫ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ৩১৮৩৮ কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল: রাত ৮ টায় কৃষ্ণনগরে থেকে ছাড়ে।

শিয়ালদা-মধ্যমগ্রাম শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) ৩৩৪২১ শিয়ালদা-মধ্যমগ্রাম লোকাল: সকাল ৭ টা ৩২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ৩৩৪২২ মধ্যমগ্রাম-শিয়ালদা লোকাল: সকাল ৮ টা ৫২ মিনিটে মধ্যমগ্রাম থেকে ছাড়ে।

শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) ৩৩৪১১ শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট লোকাল: সকাল ৯ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ৩৩৪১১ দমদম ক্যান্টনমেন্ট-শিয়ালদা লোকাল: সকাল ১০ টা ৩ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়ে।

শিয়ালদা-বারাসত শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) ৩৩৪৩১ শিয়ালদা-বারাসত লোকাল: সকাল ৮ টা ৫৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ৩৩৪৩৭ শিয়ালদা-বারাসত লোকাল: সকাল ১০ টা ৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৩) ৩৩৪৩৯ শিয়ালদা-বারাসত লোকাল: সকাল ১০ টা ৫৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৪) ৩৩৪০১ শিয়ালদা-বারাসত মাতৃভূমি লোকাল: সন্ধ্যা ৬ টা ১৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে। 

৫) ৩৩৪৪৩ শিয়ালদা-বারাসত লোকাল: রাত ৮ টা ৩৯ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৬) ৩৩৪৩৪ বারাসত-শিয়ালদা লোকাল: সকাল ৮ টা ১৫ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

৭) ৩৩৪০২ বারাসত-শিয়ালদা মাতৃভূমি লোকাল: সকাল ৯ টা ৩৫ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

৮) ৩৩৪৪০ বারাসত-শিয়ালদা লোকাল: বিকেল ৪ টে ২২ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

শিয়ালদা-দত্তপুকুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) ৩৩৬২৩ শিয়ালদা-দত্তপুকুর লোকাল: সন্ধ্যা ৭ টা ৫২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ৩৩৬৩০ দত্তপুকুর-শিয়ালদা লোকাল: রাত ৯ টা ৬ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

শিয়ালদা-বনগাঁ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে? 

১) ৩৩৮০১ শিয়ালদা-বনগাঁ মাতৃভূমি লোকাল: বিকেল ৫ টা ৩২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে। 

২) ৩৩৮০২ বনগাঁ-শিয়ালদা মাতৃভূমি লোকাল: সকাল ৭ টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে। 

৩) ৩৩৮৫৮ বনগাঁ-শিয়ালদা গ্যালোপিং লোকাল: রাত ৯ টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

শিয়ালদা-ডানকুনি শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) আপ ৩২২১৭ শিয়ালদা-ডানকুনি লোকাল: সকাল ৬ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) আপ ৩২২২১ শিয়ালদা-ডানকুনি লোকাল: সকাল ৭ টা ৪৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৩) আপ ৩২২২৩ শিয়ালদা-ডানকুনি লোকাল: সকাল ৮ টা ২৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৪) আপ ৩২২২৯ শিয়ালদা-ডানকুনি লোকাল: সকাল ১০ টা ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে। 

৫) আপ ৩২২৩৫ ডানকুনি-শিয়ালদা লোকাল: দুপুর ১ টা ২৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৬) ডাউন ৩২২১৮ ডানকুনি-শিয়ালদা লোকাল: সকাল ৭ টা ২ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

৭) ডাউন ৩২২২২ ডানকুনি-শিয়ালদা লোকাল: সকাল ৮ টা ৪৪ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

৮) ডাউন ৩২২২৪ ডানকুনি-শিয়ালদা লোকাল: সকাল ৯ টা ৫০ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

৯) ডাউন ৩২২৩০ ডানকুনি-শিয়ালদা লোকাল: সকাল ১১ টা ২২ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

১০) ডাউন ৩২২৩৬ ডানকুনি-শিয়ালদা লোকাল: দুপুর ২ টো ২২ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

শিয়ালদা-কাটোয়া শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) আপ ৩১১১১ শিয়ালদা-কাটোয়া গ্যালোপিং লোকাল: সকাল ৮ টা ৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ডাউন ৩১১১২ কাটোয়া-শিয়ালদা গ্যালোপিং লোকাল: দুপুর ৩ টে ৫৫ মিনিটে কাটোয়া থেকে ছাড়ে।

শিয়ালদা-বারুইপাড়া শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) ৩২৪১৩ শিয়ালদা-বারুইপাড়া লোকাল: রাত ৮ টা ৪২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে। 

২) ৩২৪১৪ বারুইপাড়া-শিয়ালদা লোকাল: রাত ১০ টা ৫০ মিনিটে বারুইপাড়া থেকে ছাড়ে।