Mamata on Modi govt’s existance: ১৫ দিন টিকবে মোদী সরকার? ক্ষমতায় আসবে INDIA, ভয় দেখালেন মমতা? মুচকি হাসি দেবের

তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের আয়ু বেশিদিন নয়। ১৫ দিনও টিকবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ‘জ্যোতিষী’ না হওয়ায় কোনও নির্দিষ্ট দিনক্ষণ বেঁধে না দিলেও একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানিয়েছেন যে পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পারবে না তৃতীয় মোদী সরকার। তার আগেই মোদী সরকার পড়ে যাবে। আর বিরোধীদের ইন্ডিয়া জোট সরকার গঠন করবে। তবে সেটা কীভাবে হবে, তা অবশ্য খোলসা করে বলেননি মমতা।

তৃণমূলের সংসদীয় কমিটির সদস্য বেছে নেওয়ার বৈঠক

তবে আজ মমতা ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেননি। কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূলের সাংসদদের সঙ্গে বৈঠক করেন। সেখানে লোকসভায় তৃণমূলের নেতা হিসেবে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের নব-নির্বাচিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে। চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর মমতা হয়েছেন তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন।

আরও পড়ুন: Adani Ports bags contract at Kolkata port: কলকাতা বন্দরে বড় কাজের বরাত পেল আদানি! ৫ বছরের চুক্তিতে ভোল পালটাবে বাংলার?

NRC-সহ বিভিন্ন ক্ষেত্রে মোদী সরকারের বিরোধিতা করবে তৃণমূল

সেই বৈঠকের পরে মমতা জানান যে তৃতীয় মোদী সরকারের হাতে পর্যাপ্ত সংখ্যা না থাকায় সংসদে তাদের চেপে ধরার কোনও সুযোগ ছাড়বে না তৃণমূল। জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি), অভিন্ন দেওয়ানি বিধির (ইউসিসি) মতো ক্ষেত্রে সরকারের তুমুল বিরোধিতা করা হবে। তারপরই তিনি বলেন, ‘এটা কেউ ভাববেন না (যে) আজ ইন্ডিয়া জোট (সরকার গঠনের) দাবি জানায়নি মানে কালও করবে না। আমি অপেক্ষা করছি এবং পুরো বিষয়টির উপরে নজর রেখেছি। দেশে পরিবর্তনের প্রয়োজন আছে।’ 

আরও পড়ুন: NEET-UG Grace Marks and Admission: NEET-এ গ্রেস মার্কস পাওয়া নিয়ে হবে তদন্ত, জানাল NTA! প্রভাব পড়বে না অ্যাডমিশনে

আর সেই কথা শুনে তৃণমূলের নব-নির্বাচিত সাংসদ দীপক অধিকারীর (দেব) মুখে হাসি দেখা যায়। তারইমধ্যে মমতা বলতে থাকেন, ‘মোদীকে কেউ চান না। এত বড় হারের পরে মোদীবাবুর উচিত ছিল যে এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। শুধু ভয় দেখিয়ে, চমকে-ধমকে, তথাকথিত দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে, ১৪৭ জনকে তাড়িয়ে দিয়ে যে কোনও বিল পাস করিয়ে দেবে। এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে। নয়া সরকারের কাছে (এটাই আমাদের আবেদন)।’

‘নয়া সরকার আদতে ইন্ডিয়া জোটের হবে’

এমনিতে এবার এককভাবে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি। ফলে এনডিএ জোটের মুখাপেক্ষী হয়ে সরকার গঠন করতে হচ্ছে। নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডুদের মতো নেতাদের সমর্থন নিয়ে রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন মোদী। সেই রেশ ধরে মমতা বলেন, ‘নয়া সরকার অবশ্য আদতে ইন্ডিয়া জোটের হবে। কিন্তু যে কয়েকদিন থাকে (ওরা)………। একটু সামলাতে দিন। একটু দেখতে দিন নিজেদের।’

আরও পড়ুন: Chandrababu Naidu’s wife stock prediction: সোনার সময় চন্দ্রবাবুর! এই শেয়ারে ৫ দিনে ৮৪৪ কোটি কামালেন বউ-ছেলে, আরও বাড়বে?