Narendra Modi on NDA: ‘আমরাই সবচেয়ে সফল জোট’,বাদল-ঠাকরেদের স্মরণ করে নয়া NDA সরকারের দিশা দেখালেন মোদী

অটল বিহারী বাজপেয়ীর জমানায় তৈরি হয়েছিল এনডিএ জোট। সেই সময় বিজেপির সঙ্গে জোটের অন্যতন কারিগর ছিল বালাসাহেব ঠাকরের শিবসেনা এবং প্রকাশ সিং বাদলের অকালি দল। আজ বালাসাহেব পুত্র উদ্ধব ঠাকরে বিরোধী জোটের অন্যতম মুখ। এদিকে শিরোমণি অকালি দলও সঙ্গ ত্যাগ করেছে বিজেপির। তবে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার আনুষ্ঠানিকতা পূরণ হতেই বালাসাহেব এবং প্রকাশ সিং বাদলের কথা স্মরণ করলেন মোদী। উল্লেখ্য, আজ সংসদে এনডিএ-র বৈঠক বসে। জোটের সংসদীয় দলের এই বৈঠকে সর্বসম্মতিক্রমেই মোদীকে নেতা হিসেবে বেছে নেওয়া হয়। এই আবহে মোদীর গলায় আজ ‘সর্বমত’-এর বার্তা শোনা গেল। (আরও পড়ুন: ভোটের পর বড় ঘোষণা RBI-এর, ঋণগ্রহীতারা EMI নিয়ে পাবেন কোনও স্বস্তি?)

আরও পড়ুন: কারও চাই রেল, কারও বিশেষ প্যাকেজ, BJP-র শরিকদের কার কী দাবি?

আজ জোটের নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর মোদী বলেন, ‘আমি অত্যন্ত সৌভাগ্যবান যে সকলে সর্বসম্মতিক্রমে আমাকে এনডিএ-র নেতা নির্বাচিত করেছেন। আপনারা সবাই আমাকে একটি নতুন দায়িত্ব দিয়েছেন এবং আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ… ২০১৯ সালে যখন আমি এই সংসদে বক্তৃতা করছিলাম, তখন আপনারা সবাই আমাকে নেতা হিসেবে বেছে নিয়েছিলেন। তখন আমি একটি বিষয়ের ওপর জোর দিয়েছিলাম যা হল – বিশ্বাস। আজ আপনি যখন আমাকে এই ভূমিকা দিচ্ছেন, তার মানে আমাদের মধ্যে আস্থার সেতু আরও শক্তিশালী। এই সম্পর্ক বিশ্বাসের একটি শক্তিশালী ভিত্তির উপর এবং এটিই সবচেয়ে বড় সম্পদ।’

আরও পড়ুন: মোদীর শপথে আমন্ত্রিত মুইজ্জু, মালের সাথে সম্পর্কে চিড় ধরলেও ভদ্রতা ভোলেনি ভারত

মোদীর এরপর বলেন, ‘আমি এই আইনসভা হলে উপস্থিত সাংবিধানিক দলগুলির সমস্ত নেতা, সমস্ত নবনির্বাচিত সাংসদ এবং আমাদের রাজ্যসভার সাংসদদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা আমার জন্য আনন্দের বিষয় যে আমি আজ এখানে এত বড় একটি দলকে স্বাগত জানানোর সুযোগ পেয়েছি। যারা বিজয়ী হয়েছেন তাদের সকলে অভিনন্দন পাওয়ার যোগ্য। যে লক্ষাধিক কর্মী দিনরাত পরিশ্রম করেছেন, আজ এই সেন্ট্রাল হল থেকে আমি তাদের প্রণাম জানাই। এনডিএ ক্ষমতার জন্য একত্রিত দলগুলির জোট নয়। এটি একটি সহজাত জোট। এই জোট ‘জাতি প্রথম’ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ মোদীর কথায়, ‘অটল বিহারী বাজপেয়ী, প্রকাশ সিং বাদল, বালাসাহেব ঠাকরে, জর্জ ফার্নান্ডেজ, শরদ যাদব যে বীজ বপন করেছিলেন, তা ভারতের জনগণের কাছে এক বটবৃক্ষ। স্বাধীনতার ৭৫ বছরের মধ্যে ৩০ বছর ধরে এই জোট রয়েছে। এর থেকেই বোঝা যায়, যে এই জোট সবথেকে সফল জোট। ভারতের রাজনীতির ইতিহাসে কোনও জোট এনডিএ-র মতো সফল হয়নি। আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। সরকার চালানোর জন্য বহুমত প্রয়োজন, কিন্তু দেশ চালানোর জন্য সর্বমত প্রয়োজন। আমি দেশবাসীকে বিশ্বাস দিতে চাই, আপনারা যে সুযোগ দিয়েছেন, আমাদের দায়িত্ব তা পূরণ করার। ‘

এরপর মোদী বলেন, ‘খুব কম লোকই এটি নিয়ে আলোচনা করে, সম্ভবত এটি তাদের ভাবধারার সঙ্গে খাপ খায় না। কিন্তু ভারতের মহান গণতন্ত্রের শক্তি দেখুন – আজ, ২২টি রাজ্যের মানুষ এনডিএকে সরকার গঠন করার সুযোগ দিয়েছে। আমাদের দেশে ১০টি রাজ্য রয়েছে যেখানে আমাদের আদিবাসী ভাইদের সংখ্যা নির্ণায়কভাবে বেশি। এনডিএ এই ১০টি রাজ্যের মধ্যে ৭টিতে সরকারে আছে… তা সে গোয়া হোক বা উত্তর-পূর্ব… যেখানে খ্রিস্টানদের সংখ্যা নির্ণায়কভাবে বেশি, সেখানেও এনডিএ আছে। আগামী ১০ বছরে এনডিএ সরকার সুশাসন, উন্নয়ন, সাধারণ নাগরিকদের জীবনের অগ্রগতির দিকে মনোনিবেশ করবে।’