World Best Friend Day: জীবনে বেস্ট ফ্রেন্ড হয় শুধুমাত্র একজনই,পালন করুন সেরা বন্ধু দিবস

কোন পরিবারে আপনি জন্ম নেবেন বা কাকে আপনি বাবা-মা হিসেবে ডাকবেন, তা বেছে নেওয়ার অধিকার আপনার থাকে না। কিন্তু বন্ধু হিসেবে কোন মানুষটাকে আপনি আপনার জীবনে বেছে নেবেন, সেই অধিকার থাকে আপনার। রক্তের সম্পর্ক না হয়েও যে সম্পর্ক সব থেকে কাছের হয়ে যায়, সেটাই হলো বন্ধুত্বের সম্পর্ক। আর এই বন্ধুর মধ্যে যে হয়ে যায় সব থেকে প্রিয়, তাকেই বলা হয় প্রিয় বন্ধু।

বন্ধু, যাকে বলা যায় নিজের জীবনের প্রত্যেকটি অনুভূতির কথা। খারাপ হোক বা ভালো, সমস্ত মুহূর্তের কথা শেয়ার করা যায় তার সঙ্গে। জীবনে চলার পথে যদি একটি ভালো বন্ধু পাওয়া যায় তাহলেই জীবনের চলার পথ হয়ে যায় খুবই মসৃণ। তাই এই বিশ্ব প্রিয় বন্ধু দিবস উপলক্ষে আপনি আপনার বন্ধুকে জানান তার প্রতি আপনার ভালোবাসার কথা।

(আরো পড়ুন: ‘এক চড় মেরে বিহারে পাঠিয়ে দেব’— অফিসে গিয়ে এমনই কটূক্তির শিকার মহিলা!)

কবে পালন করা হয় ন্যাশনাল বেস্ট ফ্রেন্ড ডে

 

প্রতি বছর ৮ জুন পালন করা হয় বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস। এই বছর শনিবার পড়েছে এই দিনটি।

কেন পালন করা হয় বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস?

প্রিয় বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যেই পালন করা হয় এই দিনটি। আপনার জীবনে তার ভূমিকা কতখানি, তা মনে করিয়ে দেওয়ার মাধ্যমেই আপনি পালন করতে পারেন এই দিনটি।

বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবসের ইতিহাস

১৯৩৫ সালের ৮ জুন এই দিনটিকে পালন করার স্বীকৃতি দেয় মার্কিন কংগ্রেস। আগস্ট মাসের প্রথম রবিবার জাতীয় বন্ধুত্ব দিবস এবং ৮ জুন বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস পালন করার কথা ঘোষণা করে তারা। এই সময় এই দিনটি জনপ্রিয় না হলেও সময়ের সাথে সাথে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজ এই দিনটি ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্ব জুড়ে।

(আরো পড়ুন: রোজ খান তুলসী পাতার জল, উপকার জানলে চমকে যাবেন)

কীভাবে আপনি পালন করবেন বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস

সারাদিনের ব্যস্ততার মধ্যেও সময় বের করে নিজের প্রিয় বন্ধুর সঙ্গে সময় কাটান। চেষ্টা করুন, তার পছন্দের জিনিস তাকে উপহার দিয়ে তাকে আনন্দ দেওয়ার। জানান, আপনি তাকে কতটা ভালবাসেন। এই ভাবেই একটা দিন ধার্য রাখুন আপনার প্রিয় বন্ধুর জন্য।