গোঘাটে তৃণমূল – বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে হামলার মুখে পুলিশ, মাথা ফাটল ASIএর

ভোট মিটলেও রক্তারক্তি থামছে না রাজ্যজুড়ে। তৃণমূল – বিজেপি মারামারিতে রক্ত ঝরছে প্রায় প্রতিদিন। এবার তেমনই এক সংঘর্ষ থামাতে গিয়ে মাথা ফাটল এক পুলিশকর্মীর। ঘটনা হুগলির গোঘাটের। সেখানে পতাকা লাগানো নিয়ে তৃণমূল – বিজেপির সংঘর্ষে বরুণকুমার বাগ নামে এক ASI এর মাথা ফেটেছে। সংঘর্ষে ২ পক্ষের মোত ৭ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – হিন্দু ভোট BJPর ঝুলিতে যাওয়াতেই হার, দিল্লি যাওয়ার আগে মুখ খুললেন অধীর

পড়তে থাকুন – নিজের ওয়ার্ডে দলের ফল আশানুরুপ না হওয়ায় ইস্তফা দিলেন কলকাতার TMC কাউন্সিলর

আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভুরকুন্ডা গ্রামে শুক্রবার পাতাকা লাগানো নিয়ে তৃণমূল – বিজেপির সংঘর্ষ শুরু হয়। বিজেপির দাবি, তাদের কর্মীরা এলাকায় পতাকা লাগাতে গেলে হামলা চালায় তৃণমূল। এর পরই ২ পক্ষের সংঘর্ষ বেঁধে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশবাহিনী। তাদেরই একজন ছিলেন বরুণবাবু। পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ্য করে ইট ছুড়তে থাকে দু’পক্ষ। দুপক্ষের সংঘর্ষের মাঝে তাঁর মাথায় এসে পড়ে ইঁট। তাতেই মাথা ফেটে গলগল করে রক্ত বেরোতে থাকে। রক্তাক্ত হয় উর্দি। আহত পুলিশকর্মীকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন সহর্কমীরা। সঙ্গে ২ পক্ষের আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন – কিছু দালাল লোক পার্টিটাকে চালাচ্ছে, বিস্ফোরক দাবি দিলীপের

আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল মেরে কেটে ৫০০০ ভোটে জিতলেও গোঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে। বিজেপির অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকেই বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে। মারধরের হুমকি দিচ্ছে তৃণমূল দুষ্কৃতীরা। তবে এই ঘটনা নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।