বিশ্বের শীর্ষ ৩০০ ইনোভেটিভ ইউনিভার্সিটির মধ্যে তিন ক্যাটাগরিতে ইউল্যাব

দ্যা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ফর ইনোভেশন (ডব্লিউইউআরআই)-২০২৪ র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ৩০০ ইনোভেটিভ ইউনিভার্সিটির মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের বেসরকারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাব। সম্প্রতি প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে অবস্থান করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

ডব্লিউইউআরআই-২০২৪ র‌্যাংকিংয়ের রিপোর্ট অনুযায়ী স্টুডেন্ট মোবিলিটি অ্যান্ড ওপেননেস (এ-২) ক্যাটাগরিতে শীর্ষ ১০০ ইউনিভার্সিটির মধ্যে ৫ নম্বরে রয়েছে ইউল্যাব। এই ক্যাটাগরিতে রয়েছে বাংলাদেশের রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (রুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ক্রাইসিস ম্যানেজমেন্ট (এ-৫) ক্যাটগরির ২ নম্বরে রয়েছে ইউল্যাব। ইনফ্রাস্টাকচার বা টেকনোলজিতে (বি-৩) ক্যাটাগরিতে শীর্ষ ১০০ তালিকার ১৯ নম্বরে রয়েছে এই ইউনিভার্সিটি।এই তালিকায় বাংলাদেশ থেকে আরও স্থান পেয়েছে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড ট্যাকনোলজি (আইইউবিএটি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), সাউথইস্ট ইউনিভার্নিটি, উত্তরা ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। 

এছাড়াও র‌্যাংকিংয়ে সোশ্যাল রেসপন্সিবিলিটি ক্যাটাগরিতে শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে আইইউবিএটি ও রুয়েট। সাপোর্ট ফর গ্লোবাল রেজিলেন্স (এ-৮) ক্যাটাগরিতে শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আর ফান্ডিং (B2) ক্যাটাগরিতে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ইন্ডাস্ট্রিয়াল অ্যাপলিকশেন (এ-৩) ক্যাটগরিতে শীর্ষ ১০০ এর তালিকায় রয়েছে রুয়েট, আইইউবিএটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।  সাপোর্ট ফর গ্লোবল রিসিলেন্স (এ৮) ক্যাটগরিতে রয়েছে উত্তরা ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। জেনারেটিভ অল অ্যাপলিকেশন (এ-৭) ক্যরিগরিতেও ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।